AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: উরফি জাভেদের পুরুষ সংষ্করণ কুলফি জাভেদ! শরীরে কুলফি দিয়ে উদ্ভট সাজে নজর কাড়ার আপ্রাণ চেষ্টা যুবকের

Viral Video Today: ব্যক্তিকে কখনও দেখা গিয়েছে খবরের কাগজ পরে থাকতে, কখনও আবার সারা শরীরে ফুল পরে, কখনও শুকনো লঙ্কা পরেও স্টাইল স্টেটমেন্টের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়েছেন। এবার সেই ব্যক্তিকেই দেখা গেল, কুলফি (Kulfi) পরে ফ্যাশন করতে। আর সেই বিরল সাজ দেখার পরেই নেটিজ়েনরা তাঁকে 'কুলফি জাভেদ' বলে ডাকতে শুরু করেছেন।

Viral Video: উরফি জাভেদের পুরুষ সংষ্করণ কুলফি জাভেদ! শরীরে কুলফি দিয়ে উদ্ভট সাজে নজর কাড়ার আপ্রাণ চেষ্টা যুবকের
উরফি জাভেদের পুরুষ সংস্করণের সন্ধান পেলেন নেটিজ়েনরা।
| Edited By: | Updated on: May 15, 2023 | 11:44 PM
Share

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় যাঁরা প্রতিনিয়ত নজর রাখেন, আর বিশেষ করে বিনোদনের দুনিয়া যাঁদের আকৃষ্ট করে, তাঁরা উরফি জাভেদের (Uorfi Javed) নামটা নিশ্চয়ই শুনে থাকবেন। তাঁর অদ্ভুত পোশাক নেটিজ়েনদের চোখ কপালে তুলে দেয়। এহেন সোশ্যাল মিডিয়াতেই এবার এক পুরুষ উরফি জাভেদের সন্ধান মিলেছে। তিনিও এমন পোশাক পরে থাকেন, যা দেখার পরে আপনিও বলতে বাধ্য হবেন পুরুষ উরফি জাভেদের দাবিদার যদি কেউ থাকেন, তাহলে তিনি এই ব্যক্তিই। সেই ব্যক্তিকে কখনও দেখা গিয়েছে খবরের কাগজ পরে থাকতে, কখনও আবার সারা শরীরে ফুল পরে, কখনও শুকনো লঙ্কা পরেও স্টাইল স্টেটমেন্টের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়েছেন। এবার সেই ব্যক্তিকেই দেখা গেল, কুলফি (Kulfi) পরে ফ্যাশন করতে। আর সেই বিরল সাজ দেখার পরেই নেটিজ়েনরা তাঁকে ‘কুলফি জাভেদ’ বলে ডাকতে শুরু করেছেন।

ওই ব্যক্তি তাঁর এইসব উদ্ভট সাজপোশাকের ভিডিয়োগুলি মূলত তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেন। সেই পেজের নাম টিকটকার থারুন। সম্প্রতি তিনি যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে তাঁকে কুলফির পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর বক্ষদেশেও রয়েছে দুটি কুলফি, তিনি নিজে কুলফি খাচ্ছেনও। এমন ভিডিয়ো দেখার পর ইন্টারনেটে জোর হাসাহাসি শুরু হয়েছে।

ভিডিয়োর ক্যাপশনে তিনি স্রেফ আইসক্রিম লিখেই ছেড়ে দিয়েছেন! প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটিতে 15,000এরও বেশি লাইক পড়েছে। কমেন্টেও পরেছে অগুনতি। এর আগের বার যখন তিনি গাঁদা ফুল পরে রিলস তৈরি করেছিলেন, সেই সাজও বেশ নজর কেড়েছিল নেটিজ়েনদের। তবে এবার যেন সবকিছু ছাপিয়ে গেল কুলফির এই সাজ।

ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এমন পোশাক পরতে হলে সত্যিই সাহস থাকা দরকার। আপনাকে কুর্নিশ জানাই।” আর একজন যোগ করেছেন, “কে উরফি জাভেদ জানি না। তবে একে দেখতে অনেকটা মালাইকা অরোরার মতো লাগছে।”