Viral Video: ১৩ সন্তানের মা হয়েছে আইটিবিপি- র যোদ্ধা সারমেয় জুলি, মা-সন্তানের খুনসুটির মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Viral video: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (ITBP) এই দুই কুকুর জুলি আর ওকসানা আসলে বিশ্ব বিখ্যাত সারমেয় প্রজাতি Malinois breed- এর অন্তর্ভুক্ত। সীমান্তে সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের দক্ষতার জন্য বিখ্যাত এই দুই সারমেয়।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মন ভাল করা ভিডিয়ো (Viral Video) মাঝে মাঝেই ভাইরাল হয়েছে। তেমনই একটি ভিডিয়ো (Video Viral) শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) দুই গুরুত্বপূর্ণ সদস্য জুলি আর ওকসানা। সদ্য মা হয়েছে জুলি। দুই সারমেয় জুলি আর ওকসানা, মা-বাবা হয়েছে ১৩ সন্তানের। আইটিবিপি- র এই যোদ্ধা সারমেয়রা আপাতত মন দিয়েছে সন্তান লালন পালনেই। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে বাচ্চাদের স্তন্য পান করাচ্ছে মা কুকুর জুলি। তাদের সঙ্গে খেলাতেও মেতেছে বাবা ওকসানা। জানা গিয়েছে, হরিয়ানার পাঁচকুল্লার কাছে একটি National Augmentation for K9s (NAK) Project- এ ১৩ সন্তানের জন্ম দিয়েছে জুলি নামের এই সারমেয়।
জুলি, ওকসানা এবং তাদের সন্তানদের দেখুন ভাইরাল ভিডিয়োতে
#WATCH | This week, ITBP warrior dogs Julie & Oksana brought into this world 13 pups a National Augmentation for K9s (NAK)Project near Panchkula, Haryana. Julie & Oksana belong to globally acknowledged Malinois breed known for their skills in conflict zones: ITBP
(Source: ITBP) pic.twitter.com/AsMWRsQ92R
— ANI (@ANI) March 12, 2022
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের এই দুই কুকুর জুলি আর ওকসানা আসলে বিশ্ব বিখ্যাত সারমেয় প্রজাতি Malinois breed- এর অন্তর্ভুক্ত। সীমান্তে সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের দক্ষতার জন্য বিখ্যাত এই দুই সারমেয়। এবার মা হয়েছে জুলি। আপাতত তাদের নিয়ে ব্যস্ত আইটিবিপি- র সদস্যরাও। এএনআই- এর শেয়ার করা ভিডিয়ো ইতিমধ্যেই টুইটার এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, জুলি নামের জার্মান শেপার্ড একদম শান্ত হয়ে শুয়ে রয়েছে। একসঙ্গে অনেক সন্তানকেই স্তন্য পান করাতে হচ্ছে তাকে। চোখের ক্লান্তি বুঝিয়ে দিচ্ছে সন্তান জন্ম দেওয়ার ধকল। কিন্তু কোনও বিরক্তি নেই তার। হাজার হলেও মা হয়েছে সে। ভিডিয়ো দেখে নেটিজ়েনরা বলছেন, সারমেয় হলেও জুলি একজন মা। তাই নিজের স্নেহ, মমতা, মাতৃত্ববোধে কোনও ত্রুটি রাখেনি এই কুকুরটি। একই ভাবে প্রশংসা হয়েছে ওকসানারও। সীমান্তে যেমন তারা দাপিয়ে বেড়ায়, তেমনই সন্তানের লালন-পালনেও কোনও কমতি রাখছে না জুলি আর ওকসানা।
ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে যে, জুলি, ওকসানা এবং তাদের ১৩ জন সন্তানের জন্য একটি বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই রয়েছে তারা। মা শান্ত হয়ে মাটিতে শুয়ে সন্তানদের দুধ খাওয়াতে ব্যস্ত রয়েছে। তারপর আবার খেলাধুলোও করেছে। ভাইরাল ভিডিয়োতে ধরা পড়েছে সারমেয় মা এবং নবজাতকদের খুনসুটির মিষ্টি মুহূর্তে। ১৭ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছিল ভিডিয়ো শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। ক্রমশ টুইটারে এই ভিডিয়োর ভিউ বাড়ছে। কমেন্ট বক্সে জড়ো হচ্ছে শুভেচ্ছা বার্তা। নেটিজ়েনদের সকলেই নবজাতকদের এবং তাদের মায়ের সুস্থতার কামনা করেছেন।
আরও পড়ুন- Viral Video: এবার পুষ্পার ‘ঝুকেগা নেহি’ কায়দা দেখিয়ে ভাইরাল এই সদ্যোজাত!
আরও পড়ুন- Viral Video: কটন ক্যান্ডি দিয়ে ম্যাগি! ফের ভাইরাল ম্যাগি তৈরির আজব রেসিপি, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: একই শাড়িতে ঘোমটা মাথায় অনেক মহিলা! মা’কে চিনতে একরত্তির কৌশলে অবাক নেটপাড়া