একরত্তি মাস্টারশেফ (Little Master Chef)! একের পর এক মশলার (Spices) নাম বলে যাচ্ছে গড়গড় করে। ভুল হচ্ছে না ডাল (Pulses) চিনতেও। তাও আবার বাড়ির রান্নাঘরে নয়। বরং দোকানে গিয়ে থরে থরে সাজানো বয়ামে রাখা মশলা দেখে সব চিনে নিচ্ছে এই একরত্তি। ছোট্ট ছেলের কীর্তিকলাপ ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এত ছোট ছেলের এভাবে মশলা এবং ডালের নাম মনে রাখার ক্ষমতা দেখে অবাক হয়েছেন নেটিজ়েনরা। তাঁদের অনেকেই আবার বলছেন নির্ঘাত বড় হয়ে এই ছেলে দারুণ একজন শেফ হবে। যেভাবে একের পর এক মশলা আর ডান চিনে নিচ্ছিল এই খুদে, তা সত্যিই প্রশংসার যোগ্য।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সোনিকা ভাসিন নামের এক ইউজার এই ভিডিয়ো পোস্ট করেছেন। জানা গিয়েছে, ওই বাচ্চা ছেলেটির নাম আবির। দোকানে গিয়ে বিভিন্ন শিশি আর প্যাকেটে রাখা এলাচ, তেজপাতা এবং দারুচিনি এক দেখাতেই চিনে নিচ্ছিল সে। বড় আর ছোট এলাচের ফারাকও বোঝে ছোট্ট আবির। তেজপাতার ইংরেজি নাম বে-লিফ, তাও জানে সে। এখানেই শেষ নয়। কাচের বয়ামে রাখা মুসুর ডাল আর ছোলার ডালও এক দেখাতেই চিনে নিয়েছে সে। অনেক পোড়খাওয়া গৃহিণীও অনেকসময় ডালের মধ্যে ফারাক করতে হিমশিম খেয়ে যান। সেখানে এই খুদের ডাল চিনে নেওয়ার কায়দা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে।
আবির নাকি মুদির দোকানে যেতে খুবই ভালবাসে। দোকানের বেশিরভাগ জিনিসই সে। সবই রয়েছে তার নখদর্পণে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে পাশ থেকে কেউ একজন আবিরকে জিজ্ঞাসা করছিলেন কোন মশলার নাম কী, কোনটা কোন ডাল। মিষ্টি হেসে সবকটারই সঠিক জবাব দিচ্ছিল ছোটত আবির। মিষ্টি এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে ৪ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। নেটিজ়েনরা অবাক হওয়ার পাশাপাশি বিস্মিত হয়ে এই খুদের প্রশংসাও করেছেন। নেটিজ়েনদের অনেকেই বলেছেন তাঁরা অনেকদিন রান্না করার পরেও ডাল, মশলা চিনতে অসুবিধা হয়। ছোট্ট আবির কীভাবে সব পরপর চিনে নিচ্ছে তা সত্যিই বিস্ময়ের।