AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মাস্ক বিভ্রাট! র‍্যালির মঞ্চে মাস্ক পরতে গিয়ে এ কী করলেন শিবসেনা কর্মী… হাসির রোল নেট দুনিয়ায়

Viral Video: কীভাবে, কোনদিকে মাস্ক (Mask) পরবেন কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি। প্রতিবারই কোনও না কোনও ভাবে ভুলই হয়ে যাচ্ছিল তাঁর। বার তিনেকের চেষ্টাতেও আসেনি সাফল্য।

Viral Video: মাস্ক বিভ্রাট! র‍্যালির মঞ্চে মাস্ক পরতে গিয়ে এ কী করলেন শিবসেনা কর্মী... হাসির রোল নেট দুনিয়ায়
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 11:52 PM
Share

যেদিন থেকে এই দুনিয়ায় কোভিড- ১৯ (Covid-19) এসেছে তবে থেকেই মাস্ক (Mask) আমাদের নিত্যসঙ্গী। করোনাকে রুখতে মাস্ক পরার নিদান দিয়েছেন সকলেই। আর এই মাস্ক নিয়েই হল বিভ্রাট। রাজনৈতিক সভার মঞ্চে এক কর্মীক দেখা গেল কিছুতেই ঠিক করে মাস্ক পরতে পারছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো। আর ওই ব্যক্তির মাস্ক পরার অভিনব সব কায়দা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। কোনও এক নেটিজ়েন আবার ওই ভিডিয়ো এডিট করে ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির থিম মিউজিক লাগিয়ে দিয়েছেন। আর তাতে যেন আরও হাস্যকর হয়ে উঠেছে ওই ভিডিয়ো। মাস্ক পরতে গিয়ে যে কেউ এভাবে নাস্তানাবুদ হতে পারেন, এই ভিডিয়ো না দেখলে বোঝা যেত না, একথা বলছেন নেটিজ়েনদের অনেকেই।

মাস্ক পরা নিয়ে কসরৎ, দেখুন মজার ভাইরাল ভিডিয়ো

উত্তর প্রদেশে ছিল শিবসেনার র‍্যালি। সেখানেই ঘটেছে এই কাণ্ড। গত ২৪ ফেব্রুয়ারি দুমারিগঞ্জের সরকারি ‘গার্লস ইন্টার কলেজ’- এ ছিল শিবসেনার এই র‍্যালি। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের প্রার্থী রাজু শ্রীবাস্তবের সমর্থনে আয়োজন করা হয়েছিল এই র‍্যালি। সেখানে মঞ্চে উঠে পার্টির সাংসদ ধৈর্যশীল মানে জনগণের উদ্দেশে বার্তা দিচ্ছিলেন। সেই সময়েই মনে হাজির থাকা এক দলীয় কর্মী রীতিমতো কসরৎ করছিলেন হাতে ধরা মাস্ক নিয়ে। পাশের আর এক কর্মীকে মাস্ক পরতে দেখে টনক নড়ে তাঁর। তড়িঘড়ি মাস্ক পরতে যান তিনি। আর তখনই ঘটে গন্ডগোল। কীভাবে, কোনদিকে মাস্ক পরবেন কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি। প্রতিবারই কোনও না কোনও ভাবে ভুলই হয়ে যাচ্ছিল তাঁর। হাতে থাকা গাঁদাফুলের মালা পোডিয়ামে রেখে চেষ্টা করার পরেও সাফল্য আসেনি।

বার তিনেকের চেষ্টাতেও মাস্ক পরতে অসফল হওয়ার পর, শেষ পর্যন্ত পাশের ওই কর্মীর থেকে সাহায্য চান তিনি। ওই ব্যক্তি মুহূর্তেই তাঁকে দেখিয়ে দেন মাস্ক পরার সঠিক কৌশল। সঙ্গে সঙ্গেই মাস্ক পরে নেন তিনি। কিন্তু মিনিট দুয়েক ধরা মাস্ক পরতে গিয়ে যে যুদ্ধ ওই ব্যক্তি করেছেন তা এখন ভাইরাল নেট মাধ্যমে। ওই ব্যক্তির অভিব্যক্তি দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ভাইরাক হয়েছে এই ভিডিয়ো। কমেন্ট বক্সে দারুণ মজার সব কমেন্ট করেছেন টুইটারিয়ানরা। ক্রমশ ভিউ বাড়ছে এই হাসির ভাইরাল ভিডিয়োর।

আরও পড়ুন- Viral Video: যুদ্ধের কী পরিস্থিতি? “ইউক্রেন জিতছে, রাশিয়া আত্মসমর্পণ করছে!” আটকে পড়া রুশ সেনাদের প্রশ্নে সপাটে জবাব ইউক্রেনীয় ব্যক্তির

আরও পড়ুন- Viral Video: কোলের সন্তানদের নিরাপদে ইউক্রেন থেকে হাঙ্গেরি পৌঁছে দিলেন, অপরিচিত মহিলাকে মায়ের আলিঙ্গন, ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল!

আরও পড়ুন- Viral Video: দরদিয়া সচিন! আহত পাখিকে দিলেন স্নেহের পরশ, ‘মাস্টার ব্লাস্টার বলেই সম্ভব’, কুর্নিশ নেটাগরিকদের