Viral Video: অবাক কাণ্ড! লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো

Viral Video Today: রেলগেটটা বন্ধ ছিল। তার কারণ সে সময়ই সেখান থেকে একটা ট্রেন যাওয়ার কথা। অন্য গাড়িগুলো অপেক্ষা করছিল, ট্রেনের আওয়াজও শোনা যায়। কিন্তু হঠাৎই দেখা যায়, রেলগেটের নিচ দিয়ে গাড়ি বের করার চেষ্টা করলেন অল্টো-চালক। আর তাতে তিনি সফলও হলেন। গাড়ির সামান্য ক্ষতি হল ঠিকই। কিন্তু তাতে কী আর আসে যায়!

Viral Video: অবাক কাণ্ড! লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো
কী কাণ্ড!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 7:17 PM

Latest Viral Video: তাড়াহুড়ো করার চেয়ে দেরি করা বেশি ভাল। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা এই সত্যটা উপলব্ধি করতে পারেন না। নিজের জীবনের তোয়াক্কা না করেই তাড়াহুড়োর বশে প্রাণটা খোয়াতে হয় তাঁদের। এমন ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আমরা বারবার দেখে এসেছি। বেপরোয়া গতি কতটা ভয়ঙ্কর হতে পারে, তার আন্দাজও করেছি আমরা। কিন্তু তারপরেও কি সতর্ক আমরা? নাকি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনই সার! সেরকমই একটা ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। সেখানে দেখা গেল, তাড়াহুড়োর বশে রেলগেট পড়া অবস্থাতেই তাতে ধাক্কা মেরে বেরিয়ে গেল একটি Alto গাড়ি। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গেট বন্ধ থাকা অবস্থাতেও গাড়ির চালক কীভাবে তার ছোট্ট অল্টো নিয়ে রেললাইন অতিক্রম করে, রেলগেটে ধাক্কা মেরে বেরিয়ে গেলেন, তা দেখে নেটিজ়েনরা হতবাক। ট্রেনটা প্রায় চলেই যাচ্ছিল। মিনিট দুয়েক অপেক্ষা করার মতো ধৈর্য ধরছিল না তাঁর। ওরকম একটা অবস্থাতেই রেলওয়ে ক্রসিংয়ের নিচ থেকে তাঁকে বেরিয়ে যেতে হল।

আসলে রেলগেটটা বন্ধ ছিল। তার কারণ সে সময়ই সেখান থেকে একটা ট্রেন যাওয়ার কথা। অন্য গাড়িগুলো অপেক্ষা করছিল, ট্রেনের আওয়াজও শোনা যায়। কিন্তু হঠাৎই দেখা যায়, রেলগেটের নিচ দিয়ে গাড়ি বের করার চেষ্টা করলেন অল্টো-চালক। আর তাতে তিনি সফলও হলেন। গাড়ির সামান্য ক্ষতি হল ঠিকই। কিন্তু তাতে কী আর আসে যায়! তিনি যেমনটা চেয়েছিলেন, তেমনটাই করতে পারেন শেষমেশ। সে সময় গেটম্যান ওই গাড়িটার টুক করে একটা ছবি তুলে রাখেন।

সমগ্র ঘটনাটির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গত 22 সেপ্টেম্বর ভিডিয়োটি X প্ল্যাটফর্মে @Bihar_se_hai হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এত তাড়াহুড়ো করে করেন যাঁরা, পানের দোকানে গিয়ে গাড়ি থামান তাঁরা।’ প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 102.5K। দেড় হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ চালককে কটাক্ষ করেছেন, কেউ আবার মজাদার মন্তব্যও করেছেন।