বাড়িতে ঢুকে পড়েছিল কুমির। আকার-আয়তনে বেশ বড়। আর তা দেখে স্বভাবতই ভয় পেয়ে বাবার কাছে ছুটে যায় বাচ্চারা। তাঁকে খবর দেয় যে বাড়ির ভিতর কুমির ঢুকে পড়েছে। এরপর সাহসী বাবা যা করলেন, তা দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। ময়লা ফেলার একটা বাক্স (ট্র্যাশ) নিয়ে ওই কুমিরটিকে বাগে আনেন তিনি। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে এই কাণ্ড ঘটেছে সুদূর ফ্লোরিডায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এখন ভাইরাল হয়েছে এই অভিনব কায়দায় কুমির ধরার ভিডিয়ো।
জানা গিয়েছে, ভিডিয়োতে যে যুবককে দেখা গিয়েছে, তাঁর নাম Eugene Bozzi। ২৬ বছরের এই যুবক মার্কিন যুক্ররাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বলেও শোনা গিয়েছে। ইউএসএ টুডে- র একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ওই যুবকই জানিয়েছেন যে বাড়িতে কুমির ঢুকে পরার খবর তাঁর সন্তানরাই প্রথম তাঁকে দিয়েছিল। যুবক প্রথমে ভেবেছিলেন ছোটখাটো কোনও অ্যালিগেটর ঢুকে পড়েছে তাঁর বাড়িতে। কিন্তু সামনে গিয়েই দেখেন এর আকার-আয়তন বেশ বড়। এই কুমিরকে বাগে আনতে বেগ পেতে হবে তাঁকে।
তবে সামনে অত বড় কুমির দেখেও ঘাবড়ে যাননি যুবক। বাড়ির লনে পড়ে থাকা একটা ময়লা ফেলার বাক্স নিয়ে আসেন তিনি। তলায় চাকা লাগানো ওই বড় বাক্স ক্রমশ কুমিরের দিকে ঠেলে নিয়ে যেতে থাকেন যুবক। লক্ষ্য ছিল কোনওভাবে কুমিরটি ওই বাক্সে মাথা গলালেই সেটা সোজা করে দাঁড় করিয়ে ঢাকনা দিয়ে দেবেন তিনি। বাস্তবে হয়েওছে তাই। প্রথমে বাক্সটা দেখে মোটেও খুশি হয়নি কুমিরটি। তাঁর আচরণে স্পষ্ট ছিল সেই অভিব্যক্তি। কেমন যেন বাক্সের দিকে তেড়ে যাচ্ছিল সে। বারবার হাঁ মুখ করায় সারি দেওয়া ধারালো দাঁত দেখা যাচ্ছিল।
দেখুন সেই ভিডিয়ো
This Florida Man has won the internet for the Month of September pic.twitter.com/PB9dIMDkOS
— KP (@kerethp) September 29, 2021
কিন্তু শেষ পর্যন্ত ওই যুবক বাক্সটা একবার বেশি এগিয়ে দেওয়ায় আর সামলাতে পারেনি কুমিরটি। পালাতে গিয়ে বরং ফাঁদে পড়ে যায় সে। বাক্সের মধ্যে মাথা গলিয়ে দিয়েছিল কুমিরটি। সঙ্গে সঙ্গেই বাক্স সোজা করে ঢাকনা আটকে দেন ওই যুবক। তবে তখন বাক্সের ভিতর কুমিরটি ছটফট করতে থাকায়, তাকে বাগে এনে বাক্সের ঢাকনা বন্ধ করতে বেশ কষ্ট করতে হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই টুইটারে প্রায় ৩.১ মিলিয়ন লোক এই ভিডিয়ো দেখে ফেলেছেন। ওই যুবকের সাহসের তারিফ করেছেন নেটিজ়েনরা। তাঁর কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছে সকলে।
আরও পড়ুন- Viral Video: ম্যানচেস্টারের এক রেস্তোরাঁর শোভা বাড়াচ্ছে লোহার দরে বিক্রি হওয়া ভারতীয় চেয়ার…
আরও পড়ুন- Viral Video: রান্না করতে গিয়ে আগুন লেগে গেল চুলে! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়