Viral: গাড়িতে জীবন্ত কুমির নিয়ে যাচ্ছিলেন যুবক! ধরা পড়তেই গ্রেফতার, দেখুন ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 14, 2022 | 6:33 PM

জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। সেখানকার অ্যান্ডারসন পুলিশ বিভাগের হাতে গ্রেফতার হয়েছেন যুবক।

Viral: গাড়িতে জীবন্ত কুমির নিয়ে যাচ্ছিলেন যুবক! ধরা পড়তেই গ্রেফতার, দেখুন ভাইরাল ছবি
এই অ্যালিগেটরটিকেই উদ্ধার করা হয়েছে। Photo Credit: Facebook

Follow Us

গাড়ির মধ্যে জ্যান্ত কুমির (alligator) নিয়ে যাচ্ছিলেন এক যুবক। সন্দেহ হতেই গাড়ির তল্লাশি শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। এই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (California)। জানা গিয়েছ, উত্তর ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসনের পুলিশ বিভাগের তরফে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর গাড়ি থেকে উদ্ধার হওয়া অ্যালিগেটরের ছবি ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে, গ্রেফতার হওয়া যুবকের নাম টেলর ওয়ায়টসন। নিয়ম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছিল তাঁকে। প্রাথমিক ভাবে অন্য নিয়ম ভাঙার জন্য গ্রেফতার হয়েছিলেন এই যুবক। তারপর নিজেই হঠাৎ পুলিশকে জানান যে তাঁর গাড়িতে একটি অ্যালিগেটর রয়েছে। এরপর খোঁজাখুঁজি করে বছর ২৯- এর টেলর ওয়াটসনের গাড়ি থেকে উদ্ধার হয় ওই জীবন্ত কুমিরটি। বিশ্বের অনেক দেশেই এভাবে জীবজন্তুদের ধরা বেআইনি বিষয়। আর সেটা করতে গিয়েই নতুন অপরাধে গ্রেফতার হন ওই যুবক।

ফেসবুকে সমস্ত ঘটনার বিবরণ দিয়েছে অ্যান্ডারসন পুলিশ বিভাগ। অফিসাররা জানিয়েছেন যে, সত্যিই ওই যুবকের গাড়িতে একটা জীবন্ত অ্যালিগেটর খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর তাঁরা খবর দেন প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিকদের। একই সঙ্গে ঘটনাস্থলে আসেন ক্যালিফোর্নিয়ার মৎস্য এবং বন্যপ্রাণ বিভাগের এক Game Warden। তাঁরাই ওই অ্যালিগেটর অর্থাৎ কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির সিটের নীচে চুপ করে বসেছিল অ্যালিগেটরটি। মুখে কালো টেপ বাঁধা ছিল তার। আশপাশে ছড়ানো ছিল অসংখ্য প্লাস্টিকের বোতল এবং খাবারের প্যাকেটের র‍্যাপ। চরম অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল কুমিরটিকে। জানা গিয়েছে, এই অ্যালিগেটরটি একটি বাচ্চা অ্যালিগেটর। এর থেকে কারও কোনও ক্ষতির সম্ভাবনা ছিল না। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যে, ওই অ্যালিগেটরটিকে দিব্যি কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ আধিকারিকরা। কোনও ক্ষতি করছে না সে।

গ্রেফতার হওয়ার পর ওয়াটসন জানিয়েছেন, এই কুমিরটি তাঁর এক বন্ধুর। সেই বন্ধু নাকি এক সপ্তাহ আগে গ্রেফতার হয়েছিল। আর তাই এই অ্যালিগেটরটিকে দেখভালের দায়িত্ব এসে পড়েছিল তাঁর উপর। কিন্তু যেভাবে এই যুবক অ্যালিগেটরটির দেখভাল করেছেন তাতে ক্ষুব্ধ সকলেই। আপাতত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে Shasta County Jail। এভাবে একটি কুমিরকে ধরে রাখার জন্য বড়সড় শাস্তির সম্মুখীন হতে পারেন টেলর ওয়াটসন নামের ওই যুবক। এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন- Viral Video: বিমানের ভিতরে সাপ, ভিডিয়ো শেয়ার করলেন পাইলট, নেটাগরিকরা বললেন, ‘দুঃস্বপ্ন’!

আরও পড়ুন- Viral Video: গাঙ্গুবাঈয়ের খুদে সংস্করণের মুখে সংলাপ শুনে অবাক আলিয়া! ব্যাপক ভাইরাল এই ভিডিয়ো

আরও পড়ুন- Viral: পুষ্পা-শ্রীবল্লী এবার হাজির শাড়িতেও! সুরাটের দোকানে দেদার বিকোচ্ছে ‘পুষ্পা’ শাড়ি

Next Article