Viral Video: প্রস্রাব কাণ্ডের রেশ কাটিয়ে ভালবাসা ফিরল এয়ার ইন্ডিয়ায়! মাঝ আকাশেই হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব

Air India Propose Video: কিছুটা আচম্বিতেই ঘটনাটি ঘটে। কারণ, প্রেমিকা আন্দাজও করতে পারেননি যে আজই তাঁর মনে মানুষ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবেন। তারপর সে প্রেমিক ফ্লাইটে সকলের সামনে যে কায়দায় প্রোপোজ় করলেন, অবাক হয়ে যান তিনি।

Viral Video: প্রস্রাব কাণ্ডের রেশ কাটিয়ে ভালবাসা ফিরল এয়ার ইন্ডিয়ায়! মাঝ আকাশেই হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব
লভ ইজ় ইন দ্য এয়ার!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 6:15 PM

বিগত কয়েক দিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এয়ার ইন্ডিয়া। গত নভেম্বরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠার পর সম্প্রতি গ্রেফতার করা হয়েছে শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি। তারপর ডিসেম্বরেও ফের একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটে। তখন এক মহিলার কম্বলে প্রস্রাব করার অভিযোগ ওঠে আর এক ব্যক্তির বিরুদ্ধে। এখন সে সব অতীত। খারাপ ঘটনার রেশ কাটিয়ে এয়ার ইন্ডিয়ায় ভালবাসা ফিরল। মাঝআকাশে মনের মানুষকে প্রেমের প্রস্তাব দিলেন অকুতোভয় এক প্রেমিক।

কিছুটা আচম্বিতেই ঘটনাটি ঘটে। কারণ, প্রেমিকা আন্দাজও করতে পারেননি যে আজই তাঁর মনে মানুষ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবেন। প্রথমে লিঙ্কডইনে এই ভিডিয়োটি শেয়ার করেন রমেশ কোটনানা নামের এক ব্যক্তি। পরবর্তীতে তা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ছড়িয়ে পড়ে। 51 সেকেন্ডের ছোট্ট ভিডিয়োটিতে দেখা গেল, এয়ার ইন্ডিয়া ফ্লাইটে প্রেমিকার কাছে এগিয়ে চলেছেন প্রেমিক। হাতে তাঁর একটি পোস্টার। হঠাৎই বয়ফ্রেন্ডকে দেখে চমকে যান মহিলা। প্রেমিকের রোম্যান্টিক অঙ্গভঙ্গিমায় তিনি একপ্রকার অভিভূত হয়ে যান।

মহিলা বসেছিলেন উইন্ডো সিটে। প্রেমিককে দেখা মাত্রই চমকে যান তিনি। বয়ফ্রেন্ডের হাতে রাখা পোস্টারটি দেখে তো হৃদয় গলে যায় তাঁর। উইন্ডো সিট থেকে উঠে আসেন তিনি। তারপর ওই ব্যক্তি হাঁটু মুড়ে বসে পড়েন মনের মানুষকে বিয়ের প্রস্তাব দিতে। হৃদয়টা আগেই খুলে দেখিয়েছিলেন, ছোট্ট কৌটো থেকে আংটিটাও খুলে দেখালেন। একে অপরকে একবার জড়িয়ে ধরলেন। তারপর আর দেখে কে! ফ্লাইটের সকল যাত্রী হাততালিতে ফেটে পড়েন। এয়ার ইন্ডিয়ার ক্রু মেম্বাররা ঘটনাটি ফ্রেম বন্দি করছিলেন।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “স্বর্গেও যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়। লভ ইজ় ইন দ্য এয়ার! মুম্বইগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এই দুই যাত্রীর বিয়ের ঘণ্টা বেজে গিয়েছে। হাঁটু মুড়ে, মাঝ আকাশেই বাগদত্তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ব্যক্তি। মহিলাও তাঁর প্রেমিকের এমনতর রোম্যান্টিক জেসচারে অভিভূত হয়ে যান।”