সোশ্যাল মিডিয়ায় কত রকমে আজব ভিডিয়োই না আজকাল দেখা যায়। সদ্য ভাইরাল হয়ে গিয়েছে কানপুরের একটি ছাগল। কালো রঙের ওই ছাগল কানপুরের একটি সরকারি অফিসের ফাইল মুখে নিয়ে দৌড় মেরেছিল। আর তার পিছনে ফাইল উদ্ধের ছুটেছিলেন অফিসেরই এক কর্মী। এই ভিডিয়োই ভাইরাল হয়েছে টুইটারে। ক্রমশ সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে কানপুরের চৌবেপুর ব্লক অফিসে।
শোনা যাচ্ছে যে, ওই ব্লক অফিসের কোনও একটি ফাঁকা ঘরে চুপিসারে ঢুকে পড়েছিল ছাগলটি। সকলের নজর এড়িয়ে টেবিলের উপর রাখা কাগজ মুখে নিয়ে দৌড় মেরেছিল সে। তবে ঘরে ছেড়ে বেরোনোর সময় ছাগলটিকে দেখতে পান ব্লক অফিসের কর্মীরা। তার মুখের সাদা কাগজ দেখেই সন্দেহ হয় সকলেই। বুঝতে বাকি থাকে না যে অফিসের দরকারি নথিই মুখে পুরেছে ছাগলটি। সেই সরকারি কাগজ উদ্ধারের আশায় ছাগলের পিছনে ছুটতে শুরু করেন এক যুবক। এদিকে ছাগলটি তখন এদিক-ওদিক ছুটে বেরাচ্ছে। তাকে কিছুতেই বাগে আনতে পারছেন না ওই যুবক। শেষ পর্যন্ত একপ্রকার অসহায় হয়েই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ওটা দিয়ে দে ভাই।’
দেখুন সেই মজার ভিডিয়ো
कानपुर में बकरी सरकारी फ़ाइल चबाती भागी… पीछे अधिकारी भागा…
बकरी से फ़ाइल वापस ले पाया कि नहीं पता नहीं ? pic.twitter.com/QBD2owEoe8
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) December 3, 2021
জানা গিয়েছে, চৌবেপুর ব্লকের পঞ্চায়ের সেক্রেটারি অফিসে আসলে এই কাণ্ড ঘটেছে। শেষ পর্যন্ত ছাগলটি মুখের সব কাগজ চিবিয়ে ফেলার আগেই তা উদ্ধারে সক্ষম হন ওই অফিসের কর্মীরা। তবে দেখা গিয়েছে, ওগুলোর মধ্যে কোনওটাই দরকারি কাগজ ছিল না। এমনটাই জানিয়েছেন চৌবেপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার মনুলাল যাদব। যদিও কিছু কাগজ উদ্ধারের আগেই চিবিয়ে খেয়ে ফেলেছিল ছাগলটি। এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজ়েনদের একাংশ বলছেন, নির্ঘাত ছাগলটার খুব খিদে পেয়েছিল। এদিকে ঘাসপাতা জোটেনি। তাই ব্লক অফিসে ঢুকে সামনে যা পেয়েছে তাই মুখে ঢুকিয়ে নিয়েছিল যে।