Viral Video: ছাগলের মুখে সরকারি অফিসের কাগজপত্র! উদ্ধারে পিছনে ছুটছেন কর্মী, ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 05, 2021 | 10:28 PM

এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজ়েনদের একাংশ বলছেন, নির্ঘাত ছাগলটার খুব খিদে পেয়েছিল।

Viral Video: ছাগলের মুখে সরকারি অফিসের কাগজপত্র! উদ্ধারে পিছনে ছুটছেন কর্মী, ভিডিয়ো ভাইরাল
ছবি প্রতীকী।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় কত রকমে আজব ভিডিয়োই না আজকাল দেখা যায়। সদ্য ভাইরাল হয়ে গিয়েছে কানপুরের একটি ছাগল। কালো রঙের ওই ছাগল কানপুরের একটি সরকারি অফিসের ফাইল মুখে নিয়ে দৌড় মেরেছিল। আর তার পিছনে ফাইল উদ্ধের ছুটেছিলেন অফিসেরই এক কর্মী। এই ভিডিয়োই ভাইরাল হয়েছে টুইটারে। ক্রমশ সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে কানপুরের চৌবেপুর ব্লক অফিসে।

শোনা যাচ্ছে যে, ওই ব্লক অফিসের কোনও একটি ফাঁকা ঘরে চুপিসারে ঢুকে পড়েছিল ছাগলটি। সকলের নজর এড়িয়ে টেবিলের উপর রাখা কাগজ মুখে নিয়ে দৌড় মেরেছিল সে। তবে ঘরে ছেড়ে বেরোনোর সময় ছাগলটিকে দেখতে পান ব্লক অফিসের কর্মীরা। তার মুখের সাদা কাগজ দেখেই সন্দেহ হয় সকলেই। বুঝতে বাকি থাকে না যে অফিসের দরকারি নথিই মুখে পুরেছে ছাগলটি। সেই সরকারি কাগজ উদ্ধারের আশায় ছাগলের পিছনে ছুটতে শুরু করেন এক যুবক। এদিকে ছাগলটি তখন এদিক-ওদিক ছুটে বেরাচ্ছে। তাকে কিছুতেই বাগে আনতে পারছেন না ওই যুবক। শেষ পর্যন্ত একপ্রকার অসহায় হয়েই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ওটা দিয়ে দে ভাই।’

দেখুন সেই মজার ভিডিয়ো

জানা গিয়েছে, চৌবেপুর ব্লকের পঞ্চায়ের সেক্রেটারি অফিসে আসলে এই কাণ্ড ঘটেছে। শেষ পর্যন্ত ছাগলটি মুখের সব কাগজ চিবিয়ে ফেলার আগেই তা উদ্ধারে সক্ষম হন ওই অফিসের কর্মীরা। তবে দেখা গিয়েছে, ওগুলোর মধ্যে কোনওটাই দরকারি কাগজ ছিল না। এমনটাই জানিয়েছেন চৌবেপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার মনুলাল যাদব। যদিও কিছু কাগজ উদ্ধারের আগেই চিবিয়ে খেয়ে ফেলেছিল ছাগলটি। এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজ়েনদের একাংশ বলছেন, নির্ঘাত ছাগলটার খুব খিদে পেয়েছিল। এদিকে ঘাসপাতা জোটেনি। তাই ব্লক অফিসে ঢুকে সামনে যা পেয়েছে তাই মুখে ঢুকিয়ে নিয়েছিল যে।

আরও পড়ুন- Viral Video: নারকেলের বদলে ফেটে চৌচির নতুন রাস্তা! উত্তরপ্রদেশের রাস্তা উদ্বোধনে এ কী কাণ্ড… দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ফুচকার দোকানেও QR কোড, স্ক্যান করলেই বেরোচ্ছে ফুচকা, পছন্দসই টকজলও, ‘অবাক’ মেশিন দেখে নেটপাড়ায় হাসাহাসি!

আরও পড়ুন- Viral Video: জুগনু গানে তাল মিলিয়ে নাচলেন একদল মেডিক্যাল কলেজের ছাত্রী, ভিডিয়ো দেখে মজার কমেন্ট নেটিজেনের…

Next Article