AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বন্দুক দিয়ে বেলুন ফাটানোর প্রতিযোগিতায় এনাকে ডাকুন, সব প্রাইজ জিতবেন এই ব্যক্তি

Viral Video Today: বিক্রেতা বোর্ডে লাগানোর আগেই বন্দুকের গুলিতে উধাও হয়ে যাচ্ছে বেলুন। এটা কীভাবে সম্ভব! একটাও টার্গেট মিস নেই। এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজ়েনের।

Viral Video: বন্দুক দিয়ে বেলুন ফাটানোর প্রতিযোগিতায় এনাকে ডাকুন, সব প্রাইজ জিতবেন এই ব্যক্তি
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 8:50 AM
Share

Latest Viral Video: মেলা এলেই হরেক রকম পসরা নিয়ে হাজির হন বহু দোকানদার। যেমন নাগরদোলা থাকে তেমন ঘরকন্নার জিনিসও। তবে যেটা থাকবেই সেটা হল, বন্দুক দিয়ে সারি সারি বেলুন ফাটানোর স্টল। কমবেশি প্রত্যেকেই এই স্টলে ঢুঁ মেরেছেন। আর অবশ্যই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর মতো খেলা খেলেছেন। অনেক পুরস্কারও থাকে এরকম স্টলে। এখনও বছরভর বিভিন্ন মেলায় এই ধরনের দোকান দেওয়া হয়। অনেকই গিফট নিয়ে হাসি মুখে দোকান ছাড়েন। আবার কখনও একটাও বেলুন ফাটাতে না পেরে অনেকেই হতাশ হয়ে টাকা দিয়ে ফিরে যান। খুব কম মানুষই এমন আছেন যারা বিক্রেতার বলে দেওয়া সবক’টি বেলুনই ফাটাতে পারেন। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় এমন এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি বোর্ডে লাগানো সব বেলুনই নিমেষে ফাটিয়ে দিচ্ছেন। ডানে-বামে, সামনে-পিছনে কিংবা উপরে-নীচে থাকা সমস্ত বেলুন চোখের পলকে ফাটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, বিক্রেতা বোর্ডে লাগানোর আগেই বন্দুকের গুলিতে উধাও হয়ে যাচ্ছে বেলুন। এটা কীভাবে সম্ভব! একটাও টার্গেট মিস নেই। এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজ়েনের।

ভিডিয়োয় একজন ব্যক্তি বন্দুক নিয়ে বেলুনের দিকে তাঁর লক্ষ্য স্থির রেখেছেন। কিন্তু আপনাকে যা অবাক করবে তা হল, লোকটি একের পর এক বেলুন ফাটিয়ে যাচ্ছেন। বিক্রেতা বোর্ডে বেলুন লাগানোর আগেই সব ফাটিয়ে ফেলছেন। অসাধার এক প্রতিভা বটে। কিন্তু ভিডিয়োটির শেষ যা ঘটবে, তা আপনাকে আরও অবাক করবেন। দেখা যাবে এক ব্যক্তি বোর্ডের পিছনে বেলুনগুলিকে হাওয়ায় ছেড়ে দিচ্ছেন। আর সেই ব্যক্তি বন্দুকের গুলি দিয়ে ফাটিয়ে যাচ্ছেন, সেই হাওয়ায় ভাসা বেলুনগুলি।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “দোকানদার আর দ্বিতীয়বার তাকে ফাটাতে দেবে না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি ভিডিয়োটি দু’বার দেখলাম। এমনটা কী করে সম্ভব?”