Viral Video: জল থইথই রাস্তায় চলাফেরা করার অভিনব কায়দা শেখালেন ইনি, মুগ্ধ নেটিজ়েনরা

কী এমন কৌশল অবলম্বন করেছেন ওই ব্যক্তি? ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি দুটি প্লাস্টিকের চেয়ারে দুটি লম্বা দড়ি আটকে দেন। তারপর তিনি চেয়ারগুলোকে পা হিসেবে ব্যবহার করেন এবং দড়ির সাহায্যে প্রতিবার একটা-একটা করে টেনে নিয়ে যাচ্ছেন।

Viral Video: জল থইথই রাস্তায় চলাফেরা করার অভিনব কায়দা শেখালেন ইনি, মুগ্ধ নেটিজ়েনরা
এমন উপায় অবলম্বন করলে বর্ষায় আপনার আর হাঁটতে অসুবিধা হবে না!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 10:23 PM

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান এবং বিজ়নেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা। বিভিন্ন সময়ে তিনি নানাবিধ ভিডিয়ো শেয়ার করে থাকেন। তার কোনওটি হয় মজাদার, আবার কোনওটি অনুপ্রেরণামূলক। এবারও মিস্টার মাহিন্দ্রা ট্যুইটারে আরও একটি আকর্ষণীয় ক্লিপ শেয়ার করেছেন। সেই ভিডিয়ো এতটাই ভাইরাল হয়েছে যে, তার ভিউ এর মধ্যেই 2 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তা পারাপারের জন্য এক ব্যক্তিকে অসাধারণ কৌশলের শরণাপন্ন হতে।

বর্ষায় দেশের বিভিন্ন অঞ্চলে জল জমে। ভাইরাল ভিডিয়োর নায়কের এই ট্রিক যদি আপনি শিখতে পারেন, তাহলে আর জল থইথই রাস্তায় হাঁটাচলা করা আপনার জন্য কষ্টকর হবে না।

কী এমন কৌশল অবলম্বন করেছেন ওই ব্যক্তি? ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি দুটি প্লাস্টিকের চেয়ারে দুটি লম্বা দড়ি আটকে দেন। তারপর তিনি চেয়ারগুলোকে পা হিসেবে ব্যবহার করেন এবং দড়ির সাহায্যে প্রতিবার একটা-একটা করে টেনে নিয়ে যাচ্ছেন।

আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে লিখছেন, “প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জননী।” বহু মানুষ এই ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয়েছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন বলছেন, “দেশি জুগাড় একেই বলে!”