Viral Video: সরকারি স্কুলে জন্মদিনের পার্টি, বন্দুক উঁচিয়ে যুবকদের নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 25, 2022 | 11:49 AM

Viral Video: শোনা যাচ্ছে, এই ঘটনা বিহারের গোপালগঞ্জ জেলার তাকিয়া ইয়াকুব গ্রামের। সেখানকারই একটি সরকারি স্কুলে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল।

Viral Video: সরকারি স্কুলে জন্মদিনের পার্টি, বন্দুক উঁচিয়ে যুবকদের নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো
বন্দুক হাতে নাচ করছেন যুবকরা। Photo Credit: India.com

Follow Us

ইনস্টাগ্রামে (Instagram) সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে হাতে বন্দুক উঁচিয়ে নাচ করছেন এক যুবক। তাঁর পাশেই রয়েছেন আর একজন। তাঁর হাতেও রয়েছে বন্দুক। ব্যাকগ্রাউন্ডে বাজছে ডিজে মিউজিক। সঙ্গে ডান্স ফ্লোরের ঝকমকে আলো। তার মধ্যেই নাচ করছেন কয়েকজন যুবক। একজনের হাতে রয়েছে বন্দুক। একটু পরেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলা ড্যান্সারও হাতে বন্দুক নিয়েই নাচতে শুরু করেছেন। বলা হচ্ছে, এই কাণ্ড ঘটেছে বিহারের একটি সরকারি স্কুলে। ওই স্কুলের ভিতরেই নাকি জন্মদিনের পার্টির আয়োজন হয়েছিল। আর সেখানেই বন্দুক হাতে নাচতে দেখা গিয়েছে যুবকদের। ক্যামেরার দিকে আবার বন্দুক তাকও করেছেন এক যুবক। ঠোঁটে জ্বলছে সিগারেট। এই যুবককে দেখে নেটিজ়েনরা বলেছেন তাঁকে কোনওমতেই স্কুল পড়ুয়া বলে মনে হচ্ছে না।

সরকারি স্কুলে জন্মদিনের পার্টি, বন্দুক উঁচিয়ে যুবকের নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

শোনা যাচ্ছে, এই ঘটনা বিহারের গোপালগঞ্জ জেলার তাকিয়া ইয়াকুব গ্রামের। সেখানকারই একটি সরকারি স্কুলে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ডিস্কোর তালে হাতে বন্দুক উঁচিয়ে নাচতে দেখা গিয়েছে এক যুবককে। তাঁর সঙ্গে ছিলেন আরও অনেকেই। কাউকে দেখে স্কুল পড়ুয়া বলে মনে হচ্ছে না বলেই জানিয়েছেন নেটিজ়েনরা। দৈনিক ভাস্কর সংবাদ মাধ্যমের তরফে এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। স্কুলের ভিতর কীভাবে এমন পার্টির আয়োজন করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। বলিউড এবং হরিয়ানার গানের তালে এবং ডিস্কোর ছন্দে নেচে কোনও স্কুলের ভিতর জন্মদিন পালনের এমন নিদর্শন এর আগে চোখে পড়ছে বলে তো মনে হয় না।

আর এই ভিডিয়োর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ক্যামেরা দেখে আরও বেশি করে বন্দুক দেখিয়েছেন ওই যুবক। তাঁর পাশেই আরও একজনকে হাতে বন্দুক নিয়ে নাচতে দেখা গিয়েছে। এরপর সামনে থাকা ড্যান্সারের দিকেও বন্দুক তাক করেছেন ওই দুই যুবক। তারপর ওই তরুণী দু’হাতে দুটো বন্দুক নিয়ে নাচতে শুরু করেন। এমন ঘটনার ভাইরাল ভিডিয়ো দেখে সত্যিই হতভম্ব সকলে। পুলিশ জানিয়েছে তারা অভিযুক্ত যুবকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এখনও ওই যুবকদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- Viral Video: সিংহীকে ঘিরে ধরেছে একদল মহিষ, কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাল সে, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: একটাই সাইকেলে দু’দিক থেকে প্যাডেল করছে দুই কিশোর! দেখুন মজার ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: দরজায় বসে এক মহিলা, তাঁকে পাশ কাটিয়েই ঘরে ঢুকল ভয়ঙ্কর সাপ, তারপর…

Next Article