Viral Video: সিংহীকে ঘিরে ধরেছে একদল মহিষ, কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাল সে, দেখুন ভিডিয়ো
Viral Video: অতগুলো মোষকে সামনে দেখে বেশ ভয় পেয়েছিল সিংহীটি। ভয়ে আতঙ্কে খানিকটা আর্তনাদ করতেও শোনা গিয়েছে তাকে। তারপর এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে ঠিক একফাঁকে পালিয়ে গিয়েছে সে।
বনের রাজা সিংহ। যদিও শিকারের সময় প্রধান ভূমিকা নেই সিংহীরাই। আর তাদের বেশ প্রিয় খাবার হল মহিষ। কিন্তু এই মোষেরাই (Buffaloes) দলবদ্ধ ভাবে থাকলে ভয় পেয়ে যান স্বয়ং পশুরাজ। এবার তেমন দৃশ্যই ভাইরাল (Viral Video) হয়েছে নেট দুনিয়ায়। যদিও সিংহ নয়, এক সিংহীকে (Lioness) কোণঠাসা করে দিয়েছে মহিষের দল। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সিংহীকে ঘিরে ধরেছে একদল মহিষ। পরিত্রাণের পথ খুঁজছে ওই সিংহী। কিন্তু কিছুতেই পালাতে পারছে না সে। যতবারই এদিক ওদিক ছুটে পালানোর চেষ্টা করছে ততবারই কোনও না কোনও মোষের একদম সামনে পড়ে যাচ্ছে সে। ভয়ে আতঙ্কে ফের অন্যদিকে ছুট লাগাচ্ছে সে। সিংহীকে এমন ধরাশায়ী অবস্থায় খুব কমই দেখা যায়। তবে এবার এই মহিষের দলের কাছে বেজায় জব্দ হয়েছে সে। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছে ওই সিংহী। একদম ভয় পাওয়া বিড়ালের মতো লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে ওই সিংহীকে।
মহিষের দলের তাড়া খেয়ে পালাচ্ছে সিংহী, দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram
ইনস্টাগ্রামে ‘wildlife_stories_’ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি সিংহীকে ঘিরে ধরেছে একদম মহিষ। হয়তো ওই দলেরই কোনও মোষকে শিকারের জন্য নিশানা বানিয়েছিল সিংহীটি। তবে তাকে বাগে আনার বদলে নিজেই বিপাকে পড়ে গিয়েছে সিংহীটি। এমনিতেই সিংহীদের পছন্দের শিকার মোষ হলেও তাকে বাগে আনা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, সিংহীটিকে ঘিরে ধরে তাকে আক্রমণের চেষ্টা করেছে মহিষের দল। তাদের লক্ষ্য নিজেদের ধারালো শিং দিয়ে গুঁতিয়ে সিংহীটিকে ফালাফালা করে দেওয়া। তবে এ যাত্রায় নিস্তার পেয়েছে ওই সিংহী।
অতগুলো মোষকে সামনে দেখে বেশ ভয় পেয়েছিল সিংহীটি। ভয়ে আতঙ্কে খানিকটা আর্তনাদ করতেও শোনা গিয়েছে তাকে। তারপর এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে ঠিক একফাঁকে পালিয়ে গিয়েছে সে। সাধারণত বলা হয় একটা মহিষ শিকার করতে পারলে আর পাঁচদিন কোনও শিকার করতে হয় না সিংহীদের। তবে এ যাত্রায় আর মহিষ শিকার করতে পারেনি ওই সিংহী। উল্টে নিজেই বলি হতে বসেছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে সে। এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলেছেন, একদম অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই সিংহীটি। নাহলে এ যাত্রায় অশেষ দুর্গতি ছিল তার কপালে। এই ভিডিয়োতে লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশই বাড়ছে।
আরও পড়ুন- Viral Video: একটাই সাইকেলে দু’দিক থেকে প্যাডেল করছে দুই কিশোর! দেখুন মজার ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: দরজায় বসে এক মহিলা, তাঁকে পাশ কাটিয়েই ঘরে ঢুকল ভয়ঙ্কর সাপ, তারপর…
আরও পড়ুন- Viral Video: রেগে গিয়ে কুমিরকে আক্রমণ ঘোড়ার, জলে নয়, ডাঙায় চলল খুব লড়াই