Viral Video: রুটিতে সাপ বেঁধে খেতে দেওয়া হল বাঁদরকে, ভিডিয়ো দেখে ক্ষুদ্ধ নেটিজ়েনরা
Viral Video Today: রুটি খেতে একটি বাড়ির ছাদে চলে আসে বাঁদরটি (Monkey)। রুটিটা তুলতেই সে দেখে একটি সাপ এগিয়ে আসছে তার দিকে। ওই সাপটিকে (Snake) দেখার পর সে যা কাণ্ড বাঁধাল, তা দেখলে সত্যিই আপনি হাসি থামাতে পারবেন না।
Latest Viral Video: ক্ষুধার জ্বালা বড় জ্বালা! তা সে মানুষ হোক আর পশু। দু’বেলা দু’মুঠো ভাত জুটাতে মানুষকে পায়ের ঘাম মাথায় ছোটাতে হয়। মানুষ তো না হয় পরিশ্রম করে নিতে পারে, তাঁর বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে অন্ন সংস্থান করে নেয়। কিন্তু অবলা প্রাণীরা? তারা কীভাবে তাদের খাবার জোগাড় করবে? সবাই তো আর বনের বাঘ নয়! তাই বেশিরভাগ বন্যপ্রাণীকেই খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হয়। কখনও আবার সেই প্রাণীরা খাবারের খোঁজ করতে-করতে লোকালয়ে পর্যন্ত পৌঁছে যায়। সম্প্রতি একটি ভিডিয়োতে খাবার নিয়ে একটা বাঁদরের সঙ্গে ঠাট্টা করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। সেই ভিডিয়োটি খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, রুটি খেতে একটি বাড়ির ছাদে চলে আসে বাঁদরটি (Monkey)। রুটিটা তুলতেই সে দেখে একটি সাপ এগিয়ে আসছে তার দিকে। ওই সাপটিকে (Snake) দেখার পর সে যা কাণ্ড বাঁধাল, তা দেখলে সত্যিই আপনি হাসি থামাতে পারবেন না।
গত 15 মার্চ এই ভিডিয়োটি শেয়ার করা হয় ইনস্টাগ্রামে rajasthani_best_song নামক একটি পেজ থেকে। প্রায় 28 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। লক্ষাধিক মানুষ লাইক করেছেন এই ভিডিয়োতে। কেউ এই ভিডিয়োতে বানরের প্রতিক্রিয়ায় খুব হেসেছেন কেউ আবার প্রাণীটিকে খাবার খেতে দিয়ে এমন আচরণ করায় ক্ষুদ্ধ হয়েছেন। কাউকে খাবার দিয়ে এভাবে রসিকতা করা উচিত নয় বলে উল্লেখ করেছেন অনেকেই। এই ভিডিয়ো দেখার পর যেন নেটিজ়েনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।
ভিডিয়োতে প্রথমে দেখা গেল, বাঁদরটি একটি বাড়ির ছাদে আসে এক টুকরো রুটি দেখতে পেয়ে। রুটিটা তুলে যখন সে ওই জায়গা থেকে চলে যাবে, তখনই সে খেয়াল করে সেখানে একটি সাপ রয়েছে যা তার দিকে তেড়ে আসছে। প্রাণীটি তখন থতমত খেয়ে যায় একপ্রকার! ভয়ে লাফিয়ে ওঠে। আসলে সেখানে একটি নকল সাপ রাখা ছিল। সুতো দিয়ে রুটির সঙ্গে ওই নকল সাপটিকে বাঁধা হয়েছিল, যা দেখে বাঁদরটির আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা হয়।
View this post on Instagram
এখানেই নেটিজ়েনরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ‘একটা প্রাণীকে যখন খেতেই দেবেন, তখন তাকে আবার ঠকানোর কী দরকার! আসলে ওদের জ্বালাটা আমাদের কারও পক্ষেই বোঝা সম্ভব নয়। মজা করার জন্য ওরাই সব সময় আমাদের ভাল টার্গেট।’ আর একজন যোগ করেছেন, “এর থেকে ভাল ছিল, ওই প্রাণীটাকে খেতে দিতেন না।” অনেকে আবার এই ভিডিয়ো দেখার পর মজাও পেয়েছেন।