AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: দু’সপ্তাহের সন্তান অসুস্থ, ভর্তি হাসপাতালে, সেখানেই নাচ করে টিকটক ভিডিয়ো বানালেন মা!

একরত্তি সন্তানের অসুস্থতার সময় হাসপাতালে তার ঘরেই মায়ের এমন নাচ দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনরা।

Viral Video: দু'সপ্তাহের সন্তান অসুস্থ, ভর্তি হাসপাতালে, সেখানেই নাচ করে টিকটক ভিডিয়ো বানালেন মা!
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম।
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:08 PM
Share

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এক অদ্ভুত ভিডিয়ো। যা দেখে সত্যিই হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে অসুস্থ সন্তানের সামনে দেদার নাচ করছেন তার মা। প্রথমে টিকটকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। কিন্তু তারপর তা সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়ে। অসুস্থ সন্তানের সামনে মায়ের এমন কাণ্ড দেখে হতবাক নেটিজ়েনরা। জানা গিয়েছে, ওই মহিলার নাম হুইটনি লেভিট। জর্জিয়ার বাসিন্দা এই মহিলার অবশ্য দাবি, সন্তানের সামনে ‘পজিটিভিটি’ বজায় রাখতেই নাচ করেছেন তিনি।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই মহিলার ছেলের বয়স মাত্র ২ সপ্তাহ। তার নাম লিয়াম। respiratory syncytial virus (RSV)- আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই একরত্তি। ভর্তি রয়েছে হাসপাতালে। আর সেখানে ওইটুকু ছোট্ট ছেলের হাসপাতালের ঘরেই নাচ করে ভিডিয়ো বানিয়েছেন মা। নেটিজ়েনদের একটা বড় অংশ সরাসরি তোপ দেগেছেন মহিলার বিরুদ্ধে। মা হয়েও তিনি কী ক্রএ এতটা অসংবেদনশীল সেটাই জানতে চেয়েছেন তাঁরা। শুধু তাই নয়। যেখানে মাত্র ২ সপ্তাহের সন্তান এত অসুস্থ সেখানে ‘পজিটিভিটি’ বজায় রাখার জন্য কীভাবে একজন মায়ের মন সায় দেয় তাই নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের অনেকেই।

দেখুন সেই ভিডিয়ো

যদিও এই ভিডিয়ো করার কারণ হিসেবে ওই মহিলা দাবি করেছেন যে ছেলে অসুস্থ। তাঁরও মন ভারাক্রান্ত। কিন্তু এতসব দুঃখের মধ্যে একটু ‘পজিটিভিটি’ বজায় রাখতেই নাকি এই কাণ্ড করেছেন তিনি। যদিও মহিলার কথাও মোটেও মন গলেনি নেটিজ়েনদের। বরং তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন ওই অসুস্থ বাচ্চাটির মা। এমনকি অনেকে বলেছেন, টিকটকের বেশিরভাগ ভিডিয়োই তো স্ক্রিপ্টেড হয়। এটাও তেমনই কিনা খোঁজ নিয়ে দেখা প্রয়োজন। এই ভিডিয়ো সত্যি নাকি মিথ্যে তা যাচাই করা হয়নি। কিন্তু একরত্তি সন্তানের অসুস্থতার সময় হাসপাতালে তার ঘরেই মায়ের এমন নাচ দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনরা। ‘পজিটিভিটি’ বজায় রেখে মনের জোর বাড়ানোর এমন পন্থা তাঁদের যে মোটেই পছন্দ হয়নি সেটা স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিয়েছেন নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral video: জীবনের প্রথম চুমুক কোলায়, কিন্তু তারপর খুদের এই কীর্তিকলাপ দেখে হেসেই লুটোপুটি খাবেন

আরও পড়ুন- Viral Video: সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ বরের, কনের এক্সপ্রেশনই কেড়ে নিল লাইমলাইট, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: শেষযাত্রায় আইসক্রিমের গাড়ি! টুইটারে ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটিজ়েনরা