Viral Post: প্রতি বছর দীপাবলি উপলক্ষে ভাইরাল হওয়া নাসার ছবির আসল সত্যিটা জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 06, 2021 | 7:42 PM

জাল ভাইরাল ছবিটিকে ডিবাঙ্ক করে, নাসা তাদের ওয়েবসাইটে লিখেছে, 'বাস্তবে, দীপাবলির সময় উত্পাদিত যে কোনও অতিরিক্ত আলো এতটাই সূক্ষ্ম যে মহাকাশ থেকে তা অদৃশ্য হয়েই থাকে।'

Viral Post: প্রতি বছর দীপাবলি উপলক্ষে ভাইরাল হওয়া নাসার ছবির আসল সত্যিটা জেনে নিন...

Follow Us

এই বছর দীপাবলিতে, রীতি অনুযায়ী, ইন্টারনেটে ‘নাসা’-র দীপাবলির ছবি আবার টুইটারে তার পথ খুঁজে পেয়েছে। যদিও, অন্যান্য বছরের মতন, লোকেরা প্রতারণার পরিবর্তে আসল তথ্য খুঁজে বের করার দিকে মন দিয়েছিল। দীপাবলিতে মহাকাশ থেকে ভারত কেমন দেখায় তা দেখানোর দাবি করে জাল ছবি বছরের পর বছর প্রচার পেয়ে এসেছে।

নাসার মতে, ছবিটি আসলে ইউএস ডিফেন্স মেটিওরোলজিক্যাল স্যাটেলাইট প্রোগ্রামের স্যাটেলাইট থেকে নেওয়া। এটি শহরের আলো কাজে লাগিয়ে সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি দেখাতে ব্যবহৃত হয়েছিল। সাদা এলাকাগুলি শহরের আলোগুলি দেখায় যা ১৯৯২ সালের আগে দৃশ্যমান ছিল। নীল, সবুজ এবং লালগুলি যথাক্রমে ১৯৯২, ১৯৯৮ এবং ২০০৩ সালকে দেখিয়েছিল। রঙগুলো ২০০৩ সালে NOAA বিজ্ঞানী ক্রিস এলভিজ দ্বারা কম্পোজিট করা হয়েছিল। দীপাবলির আলোগুলি আসলে মহাকাশ থেকে দেখতেই পাওয়া যায় না সেভাবে।

ছবিটি দেখুন:


বছরের পর বছর ধরে, বেশ কয়েকটি পাবলিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিও প্রতারণামূলক এই ছবিটি শেয়ার করেছিলেন। তাদের পুরানো টুইটগুলি আবার পুনঃপ্রকাশিত হতে দেখা যেতে পারে। বীরেন্দ্র শহবাগ ২০১৫ সালে এটি টুইট করেছিলেন। বিখ্যাত পরিচালক মধুর ভান্ডারকরও তাই করেছিলেন।

NASA এই ব্যাপারটি বুঝতে পেরে দীপাবলির দিনের একটি আসল ছবি টুইট করেছিল। ২০১২ সালে দীপাবলির সন্ধ্যায় NASA হিস্ট্রি অফিস দক্ষিণ এশিয়ার একটি ইনফ্রারেড ছবি টুইট করেছিল। এটি NASA-এর Suomi NPP স্যাটেলাইট থেকে তোলা হয়েছিল। এই ছবিটি ইনফ্রারেডের সাহায্যে আলোর ন্যুনতম বিচ্ছুরণকেও ধরে নিতে সক্ষম হয়েছিল।

জাল ভাইরাল ছবিটিকে ডিবাঙ্ক করে, নাসা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘বাস্তবে, দীপাবলির সময় উত্পাদিত যে কোনও অতিরিক্ত আলো এতটাই সূক্ষ্ম যে মহাকাশ থেকে তা অদৃশ্য হয়েই থাকে।’

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?

Next Article