যে ভাইরাল গানগুলো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তার মধ্যে একটি হল নাচ মেরি রানি। এই জনপ্রিয় গানটি থেকে অনেকেই ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো তৈরি করেছে। গুরু রান্ধাওয়া দ্বারা পরিবেশিত এবং নোরা ফাতেহির নাচে সবাইকে মুগ্ধ করেছে এই গান। এই গানের হুক স্টেপটি এত ভাইরাল হয়েছে যে রাশিয়ার এই প্রতিভাবান ছোট্ট মেয়েটির মতোই অনেক লোক এই স্টেপটির দিকে ঝুঁকেছে।
নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ছোট্ট মেয়েটির ভিডিয়ো শেয়ার করেছেন, যাকে দক্ষতার সঙ্গে নাচ মেরি রানি গানে পা মেলাতে দেখা যায়। সে শুধুমাত্র এই ভাইরাল গানের নাচের স্টেপগুলোই নকল করেনি, এমনকি অভিব্যক্তিগুলোও খুব সুন্দরভাবে ভিডিয়োতে তুলে ধরেছিল। ভিডিয়োটি নোরার এতটাই পছন্দ হয়েছে যে তিনি তা শেয়ার করেছিলেন।
ভিডিয়োটি দেখুন:
ভাইরাল নাচ মেরি রানি গানটিতে মেয়ে এসনিয়ার নাচের ভিডিয়োটি দেখতে দারুণ লাগবে সবারই। ‘মিষ্টি একটা পাইয়ের মতো!’ নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ক্যাপশন দিয়েই ভিডিয়োটি পোস্ট করেছেন। ক্যাপশনটি হার্ট, ফায়ার এবং হার্ট-আইড ইমোজি দিয়ে সম্পূর্ণ ছিল।
ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪.৫ লক্ষেরও বেশি লাইক অর্জন করেছে। ভিডিয়োটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যারা এই ছোট্ট মেয়েটির প্রতিভাকে কদর করেছেন, তাঁদের থেকে দারুণ সুন্দর সুন্দর মন্তব্যও এসেছে ভিডিয়োটিতে।