Viral Video: নাচ মেরি রানির রিলে এবার এক ক্ষুদের নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ নোরা ফাতেহি, শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম পেজে…

ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪.৫ লক্ষেরও বেশি লাইক অর্জন করেছে। ভিডিয়োটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যারা এই ছোট্ট মেয়েটির প্রতিভাকে কদর করেছেন, তাঁদের থেকে দারুণ সুন্দর সুন্দর মন্তব্যও এসেছে ভিডিয়োটিতে।

Viral Video: নাচ মেরি রানির রিলে এবার এক ক্ষুদের নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ নোরা ফাতেহি, শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম পেজে...
ছবির সৌজন্যে হিন্দুস্তান টাইমস

| Edited By: শোভন রায়

Feb 01, 2022 | 2:17 PM

যে ভাইরাল গানগুলো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তার মধ্যে একটি হল নাচ মেরি রানি। এই জনপ্রিয় গানটি থেকে অনেকেই ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো তৈরি করেছে। গুরু রান্ধাওয়া দ্বারা পরিবেশিত এবং নোরা ফাতেহির নাচে সবাইকে মুগ্ধ করেছে এই গান। এই গানের হুক স্টেপটি এত ভাইরাল হয়েছে যে রাশিয়ার এই প্রতিভাবান ছোট্ট মেয়েটির মতোই অনেক লোক এই স্টেপটির দিকে ঝুঁকেছে।

নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ছোট্ট মেয়েটির ভিডিয়ো শেয়ার করেছেন, যাকে দক্ষতার সঙ্গে নাচ মেরি রানি গানে পা মেলাতে দেখা যায়। সে শুধুমাত্র এই ভাইরাল গানের নাচের স্টেপগুলোই নকল করেনি, এমনকি অভিব্যক্তিগুলোও খুব সুন্দরভাবে ভিডিয়োতে তুলে ধরেছিল। ভিডিয়োটি নোরার এতটাই পছন্দ হয়েছে যে তিনি তা শেয়ার করেছিলেন।

ভিডিয়োটি দেখুন:

ভাইরাল নাচ মেরি রানি গানটিতে মেয়ে এসনিয়ার নাচের ভিডিয়োটি দেখতে দারুণ লাগবে সবারই। ‘মিষ্টি একটা পাইয়ের মতো!’ নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ক্যাপশন দিয়েই ভিডিয়োটি পোস্ট করেছেন। ক্যাপশনটি হার্ট, ফায়ার এবং হার্ট-আইড ইমোজি দিয়ে সম্পূর্ণ ছিল।

ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪.৫ লক্ষেরও বেশি লাইক অর্জন করেছে। ভিডিয়োটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যারা এই ছোট্ট মেয়েটির প্রতিভাকে কদর করেছেন, তাঁদের থেকে দারুণ সুন্দর সুন্দর মন্তব্যও এসেছে ভিডিয়োটিতে।

আরও পড়ুন: Room Service Robots: রুম সার্ভিস থেকে খাবার ডেলিভারি, শীতকালীন অলিম্পিক্সে অতিথি আপ্যায়নের দায়িত্বে রোবট-বাহিনী

আরও পড়ুন: Thapki Pyar Ki 2 Viral Scene: উল্টে যাওয়া থালার সিঁদুর কার মাথায় পড়বে? ‘থাপকি পেয়ার কি টু’ সিরিয়ালের এই ঠেলাঠেলির দৃশ্য দেখে নেটাগরিকরা হতভম্ব!

আরও পড়ুন: Viral Video: অটোতে আইপ্যাড, ফ্রি ওয়াই-ফাই, ছোট্ট একটা ফ্রিজ, চালককে ‘ম্যানেজমেন্টের প্রফেসর’ বলছেন আনন্দ মাহিন্দ্রা