AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মাউন্ট এভারেস্টের দৃশ্য আর রইল না অজানা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শীর্ষের ভিডিয়ো

বিপজ্জনক ট্রেকিংয়ের রুট হওয়ায় পৃথিবীর বৃহত্তম পর্বতের শিখর থেকে জগত দেখতে কেমন লাগে তা বহু মানুষের কাছেই অজানা। যাঁরা মাউন্ট এভারেস্ট ট্রেক করে ছিলেন এবং শিখরে পৌঁছতে পারেননি, তাঁদের কাছেও এই দৃশ্য অন্য মুহূর্ত সামনে এনে দেয়। কিন্তু এই দৃশ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে আর অজানা রইল না বিশ্ববাসীর কাছে।

Viral Video: মাউন্ট এভারেস্টের দৃশ্য আর রইল না অজানা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শীর্ষের ভিডিয়ো
মাউন্ট এভারেস্টের সেই বিস্ময়কর দৃশ্য
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 1:56 PM
Share

পাহাড়ের মনোরম দৃশ্য অনুভব করতে কে না চায়! সবার ড্রিম ডেস্টনেশনের তালিকায় একবার হলেও হিমালয়ের কাছাকাছি যাওয়ার ইচ্ছা তো থেকেই থাকে। আর এভারেস্টের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন- সে তো হাতে গোনা কয়েক জনেরই শুধু পূরণ হয়। এভারেস্টের চূড়ায় পৌঁছানোর থেকেও বড় কথা, এই ট্রেকিং বিশ্বের বৃহত্তম পর্বতমালার ওপর, সুতরাং বিপদও রয়েছে এর পদে। আর চূড়ায় পৌঁছে গেলে তো সে যুদ্ধ জেতার থেকে কিছু কম নয়।

বিপজ্জনক ট্রেকিংয়ের রুট হওয়ায় পৃথিবীর বৃহত্তম পর্বতের শিখর থেকে জগত দেখতে কেমন লাগে তা বহু মানুষের কাছেই অজানা। যাঁরা মাউন্ট এভারেস্ট ট্রেক করে ছিলেন এবং শিখরে পৌঁছতে পারেননি, তাঁদের কাছেও এই দৃশ্য অন্য মুহূর্ত সামনে এনে দেয়। কিন্তু এই দৃশ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে আর অজানা রইল না বিশ্ববাসীর কাছে।

বিগত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এভারেস্টের শিখরের দৃশ্য। একজন পর্বতরোহী এভারেস্ট জয় করে সেই চরম মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন। আর এই বিষয়ে সন্দেহ নেই যে, পৃথিবীর এই চরমতম দৃশ্য ভাইরাল হবে না!

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, ট্রেকিং গ্রুপের একজন পর্বত আরোহী গ্রো পো দিয়ে মাউন্ট এভারেস্টের দৃশ্য ক্যামেরা বন্দি করছেন। আর এই ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে যে, এই ভিডিয়ো জয়ের ভিডিয়ো। তাঁরা সফল হয়েছেন এভারেস্টের চূড়ায় পৌঁছতে।

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন ডঃ অজয়িতা, যিনি একজন হরাইজন হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পরিচালক। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন যে, “বিশ্বের শীর্ষ থেকে একটি দৃশ্য। মাউন্ট এভারেস্ট।” ভিডিয়ো পোস্ট করা মাত্রই ৩৫ হাজার মানুষের কাছে পৌঁছে গেছেন। আর এই সব ভিডিয়োতে ভালবাসা প্রকাশ না করে কে থাকতে পারে বলুন তো! সুতরাং স্বাভাবিক ভাবেই প্রায় কয়েক হাজার মানুষের ‘লাভ’ রিয়্যাক্ট পেয়েছে ভিডিয়োটি।

আরও পড়ুন: বাঁদর চুমুক দিচ্ছে ফলের রসে, দিল্লি বিমানবন্দরের ঘটনায় হতবাক নেটপাড়া

আরও পড়ুন: এক টুকরো বিয়ের কেকের দাম ৩৬৬ টাকা! অতিথিদের কাছ থেকে চাইলেন নববধূ

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়লো আট তলা বাড়ি, দেখে নিন ভিডিয়ো