Viral Video: ‘কত্ত বড় পিৎজা…’, খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি ফোটাবে আপনার মুখেও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 13, 2021 | 9:06 PM

ভিডিয়ো বলছে খাবারে ঢাকনা খুলতেই প্রথমে অবাক চোখে তাকায় সে। এর পর পাশে বসা পরিবারের বড় কাউকে চট করে দেখে নেয়। তারপরেই ক্লাইম্যাক্স। দুই হাত উপরে তুলে জয় করার ভঙ্গিমায় হাসতে শুরু করে সে।

Viral Video: কত্ত বড় পিৎজা..., খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি ফোটাবে আপনার মুখেও
খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

Follow Us

‘স্মল’ নয়, নয় মাঝারি সাইজেরও… লার্জ? না, তাও নয়। দেখতে ‘সুপার লার্জ’! উপরে আবার টপিংস। পাশ থেকে গড়িয়ে পড়ছে চিজ আর মেয়োনিজ… এমন লোভনীয় এক পিৎজা দেখে নিজেকে ধরে রাখতে পারল না ছোট্ট এক ব্যক্তি। মাথা ভর্তি কোঁকড়া চুল তাঁর, দাঁত ও গজায়নি এখনও। অথচ পিৎজার লোভ কি আর ত্যাগ করা যায়? তাই পরিবারের বড়রা প্যাকেট খুলতেই তার ফোকলা দাঁতের একগাল মিষ্টি হাসিতেই মজেছেন নেটিজেনরা। ভিডিয়ো হয়েছে ভাইরাল।

কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? ভিডিয়ো বলছে খাবারে ঢাকনা খুলতেই প্রথমে অবাক চোখে তাকায় সে। এর পর পাশে বসা পরিবারের বড় কাউকে চট করে দেখে নেয়। তারপরেই ক্লাইম্যাক্স। দুই হাত উপরে তুলে জয় করার ভঙ্গিমায় হাসতে শুরু করে সে। না, টান মেরে খেয়ে নেওয়া নয়, পিৎজাকে দূর থেকে দেখেই খুশি সে। যিনি ভিডিয়োটি করছিলেন আবেগ ধরে রাখরে পারেননি তিনিও। খিলখিল করে হেসে ওঠেন তিনিও।

খুদের ওই ভিডিয়ো আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। বহু মানুষ তা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এক নেটিজেন লিখেছেন, “সকাল থেকেই মনটা খারাপ ছিল। আমার কোভিড ধরা পড়েছে। কিন্তু ছোট্ট সোনা, এই ভিডিয়ো দেখে আবারও মন ভাল হয়ে গেল। দ্রুত সুস্থ হয়ে উঠব আমি। আর তারপর এর থেকেও বড় একখানা পিৎজা খাব, শুধু তুমি আর আমি।” আর একজন লিখেছেন, “এত নিষ্পাপ হাসি। দুনিয়ার সমস্ত ধর্মীয় স্থানও যেন ফিকে হয়ে যায়।” শিশুটির কাছে এই সব বক্তব্য পৌঁছয়নি বলেই ধরে নেওয়া যায়। তবে নেটিজেনরা এই পিৎজা ‘ম্যান’কে আপন করে নিয়েছে অচিরেই। নেটদুনিয়ায় আজ সে ভাইরাল।

আরও পড়ুনVidyut Jammwal: কমান্ডোর মতো কী করলেন বিদ্যুৎ? প্রেমিকা তো অবাক!

আরও পড়ুন: সুশান্তের পর সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গেও কথা বললেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ 

আরও পড়ুনArjun Rampal: কোন যাত্রায় নিজেকে ডুবিয়েছেন অর্জুন? 

Next Article