কতই রঙ্গ দেখি দুনিয়ায়… সত্যিই এই দুনিয়ায় কত আজব কাণ্ডই না ঘটে। আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে সেইসব ঘটনার কথা ভাইরালও (Viral) হয়। এর মধ্যে বেশ কিছু ঘটনা দেখেশুনে হাসতে হাসতে (Funny Viral Incident) রীতিমতো পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক চোর পালিয়েছে পুলিশের ভ্যান থেকে। তাকে নিয়ে মহাবিপদে পড়েছে পুলিশ। কিন্তু মজা রয়েছে অন্য জায়গায়। জানা গিয়েছে, পুলিশের ভ্যান থেকে শুধুমাত্র মোজা আর অন্তর্বাস পরেই নাকি পালিয়েছে ওই চোর। আর এমন কাণ্ড শুনে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। যুক্তরাজ্যের ডরসেট কাউন্টিতে (দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত) ঘটেছে এই কাণ্ড। ডরসেট পুলিশের তরফেই টুইটারে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ভ্যানে থাকা পুলিশ কর্মীদের হেনস্থার পর সেখান থেকে পালিয়েছে ৩২ বছরের বন্দি কেইলি ইগলিংটন। আপাতত হন্যে হয়ে তাকেই খুঁজছে পুলিশ।
দেখুন সেই পোস্ট
#LatestNews – Have you seen him? Officers carrying out searches to locate Kyle Eglington, 32, who is reported to have escaped from lawful custody in Poole are appealing for information to help find him. If you see him do not approach him and dial 999. https://t.co/K7ccOc66Y1 pic.twitter.com/WAqNHklXMN
— Dorset Police (@dorsetpolice) March 26, 2022
জানা গিয়েছে, ডাকাতির দায়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়েই জারিজুরি দেখিয়ে পালিয়ে গিয়েছে সে। শনিবার সকাল থেকে পলাতক রয়েছে ডাকাতির অভিযোগে অভিযুক্ত ওই যুবক। হন্যে হয়ে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে সময় পার হয়ে যাচ্ছে। অবশেষে তাই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছে পুলিশ মহল। ওই অভিযুক্তের একটি ছবিও শেয়ার করা হয়েছে টুইটারে। বলা হয়েছে, কেউ যদি তাকে দেখে থাকেন তাড়াতাড়ি যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
সাধারণত অভিযুক্ত পুলিশের হাত থেকে পালিয়ে গেলে সেটা মোটেই হাসাহাসি করার মতো ঘটনা নয়। কিন্তু যেভাবে মানে যা পরে ওই অভিযুক্ত যুবক পালিয়েছে তা সত্যিই হাস্যকর। ওই যুবক কেবলমাত্র আন্ডারওয়্যার এবং মোজা পরে কেন পালালেন সেটাই কারও বোধগম্য হচ্ছে না। নেটিজ়েনদের অনেকেই মজা করে বলছেন, ডাকাতির অভিযোগে অভিযুক্ত ওই যুবকের পরনে নিশ্চয় দারুণ দারুণ পোশাক ছিল। হয়তো দাবি ব্র্যান্ডেরও ছিল। তাই পুলিশকে ঘুষ হিসেবে ওটা দিয়েই পালিয়েছে সে। অনেকে আবার বলছেন, পোশাক থাকলে খুঁজে পাওয়া সহজ হবে ভেবে হয়তো এই কাণ্ড করেছে ওই যুবক। তবে গোটা ঘটনাই যে বেশ হাস্যকর তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- VIral: হোলিতে পোষ্যের গায়ে আবির ছুঁড়েছিলেন মালিক, সেই ‘রক্সি’- কেই উদ্ধার করলেন শিবানী দণ্ডেকর
আরও পড়ুন- Viral Video: বিয়ের আসরে কনের নাচ! হবু বউয়ের থেকে সারপ্রাইজ পেয়ে লজ্জায় লাল পাত্র