ইনস্টাগ্রামে অভিনেতা রণদীপ হুডাকে ফলো করলেই বুঝতে পারবেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তিনি। প্রায়শই যে ধরণের পোস্টগুলি শেয়ার করেন তার থেকেই আপনি এই ধারণা খুব সহজেই করে নিতে পারেন। তিনি এমন ভিডিয়ো এবং ছবি পোস্ট করেন যা লোকেদের তাঁর বাস্তব এবং রিল জীবনের মধ্যেকার দিক দেখায়। আর সেটা মূলত বন্য প্রাণী এবং পাখির ছবি আর ভিডিয়ো জড়িত। যদিও তাঁর সাম্প্রতিক পোস্ট একটি বাঘ জড়িত।
গতকাল অভিনেতা ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। তাঁর শেয়ার করা হ্যাশট্যাগ থেকে বোঝা গেছে যে ভিডিয়োটি মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভে তোলা হয়েছে। হিন্সুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
ভিডিয়োটি দেখুন:
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি বাঘ জঙ্গলের মধ্যে একটি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে শিকারকে তাড়া করে। মনে হচ্ছে বড় বাঘটি একটি বাইসনকে তাড়া করেছিল। যদিও কয়েক সেকেন্ড দীর্ঘ ক্লিপটিতে স্পষ্টভাবে ধরা পড়েছে যে বাঘটি অন্য প্রাণীর পিছনে দৌড়াচ্ছে এবং তারপর উভয়েই অল্প সময়ের মধ্যেই জঙ্গলে অদৃশ্য হয়ে যায়।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল গতকাল। পোস্ট করার পর থেকে, ক্লিপটি প্রায় ২ লক্ষ লাইক জমা করেছে। শেয়ার করা ক্লিপটিতে এখনও পর্যন্ত ৫৫৬ টি কমেন্টও করা হয়েছে। একজন পশুপ্রেমী এবং কর্মী, রণদীপ হুডা বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা তৈরি করতে সব সময়ই নানা ধরনের পোস্ট শেয়ার করেন।