AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘বিয়ে আমি করলাম, আর আপনি রোজ এখানে আসছেন!’ স্ত্রীর প্রেমিকের উদ্দেশ্যে স্বামীর করুণ স্বর

Viral Video Today: সম্প্রতি আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। কীভাবে ওই পরকীয়ার ঘটনার সূত্রপাত, কীভাবেই বা ওই স্বামী তাঁর স্ত্রীকে (Wife) হাতেনাতে পাকড়াও করেছিলেন, সেই সব কিছু সামনে এসেছে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি থেকে। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, দরজায় কড়া নাড়ছে পুলিশ।

Viral Video: 'বিয়ে আমি করলাম, আর আপনি রোজ এখানে আসছেন!' স্ত্রীর প্রেমিকের উদ্দেশ্যে স্বামীর করুণ স্বর
দেখুন কী কাণ্ড!
| Edited By: | Updated on: May 11, 2023 | 6:15 PM
Share

Latest Viral Video: দিন কয়েক আগে পরকীয়ায় (Extramarital Affair) মত্ত স্ত্রীকে হাতে নাতে ধরেছিলেন স্বামী (Husband)। ঘটনার একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো নিয়ে খবরও প্রকাশ করেছিল TV9 Bangla। তবে সেখানে দেখা গিয়েছে, ঘটনার এক্কেবারে শেষ অংশটা। সম্প্রতি আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। কীভাবে ওই পরকীয়ার ঘটনার সূত্রপাত, কীভাবেই বা ওই স্বামী তাঁর স্ত্রীকে (Wife) হাতেনাতে পাকড়াও করেছিলেন, সেই সব কিছু সামনে এসেছে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি থেকে। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, দরজায় কড়া নাড়ছে পুলিশ। জনপ্রিয় টুইটার পেজ Ghar Ke Kalesh থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তিনটি ভাগে ঘটনাটি প্রকাশ করা হয়েছে এই টুইটার পেজ থেকে।

মহিলার বাড়ির দরজা থেকে এক পুলিশকর্মী প্রথমে বলতে থাকেন, “আমরা থানা থেকে আসছি। আমাদের সঙ্গে দারোগা এসেছেন। ইন্সপেক্টর-সহ অন্যান্য পুলিশকর্মীরাও এসেছেন। আপনি দরজাটা খুলুন আগে” তারপরই মহিলা দরজা খুললেন। আর তিনি যখনই দরজা খুললেন পুলিশের সঙ্গে তাঁর স্বামীকে দেখে কিছুটা থতমত খেয়ে গেলেন! ওই পুলিশকর্মী বললেন, “কী সমস্যা বলুন তো।” মহিলা বললেন, “কোনও সমস্যা নেই।” এই বলে মহিলা দরজাটা খুলে দিলেন এবং সকলকে বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে বললেন।

মহিলার ঘরে যখন সকলে প্রবেশ করলেন, তখনই দেখা গেল ভিতরে এক অন্য পুরুষ রয়েছেন। তিনি সে সময় প্যান্ট পরছিলেন। তাঁকে দেখা মাত্রই পুলিশ বলেন, “আপনার বাড়িতে এই ব্যক্তিটা কে?” মহিলার উত্তর, “ইনি আমার তুতো ভাই।” আয়নায় দেখা যায়, যিনি এই ভিডিয়োটি রেকর্ড করছিলেন তাঁকে। হলুদ টি-শার্ট পরিহিত সেই ব্যক্তির মাথায় হেলমেটও ছিল। তিনি কথা শুরু করতেই বোঝা যায়, ইনিই আসলে মহিলার স্বামী। তিনি প্রশ্ন করেন, “আপনার তুতো ভাই কি রোজ এখানে আসেন?” মহিলা উত্তর দিয়ে বলেন, না।

তারপরই মহিলার স্বামী তাঁর তুতো ভাইয়ের নাম জানতে চান। স্যান্ডো গেঞ্জি পরে সেই ব্যক্তি এগিয়ে আসেন, নিজের নাম বলেন, উপাধিটাও জানান। তখনই মহিলার স্বামী তাঁর স্ত্রীকে বলেন, “আপনার পরিবারে এই উপাধির কেউ আছেন বলে তো আমার জানা নেই।” তারপরই ওই ব্যক্তির উদ্দেশ্যে মহিলার স্বামী বলে ওঠেন, “ইনি আমার স্ত্রী, আপনি কি জানেন? ওকে বিয়ে আমি করেছি, আর আপনি রোজ এখানে আসছেন। আপনার কারণে আমি কতটা চিন্তিত, জানেন?”

এরপরেই মুখ খোলেন ওই মহিলা। স্বামীকে বলেন, “তুমি কবে বিয়ে করেছিলে আমাকে? 2020 সাল আমাদের ডিভোর্সের মামলা চলছে, যার এখনও নিষ্পত্তি হয়নি।” তাঁর স্বামী উত্তর দেন, “আমরা কবে বিয়ে করেছি, তা সকলেরই জানা। তোমাদের বিয়ের আগেও এই সম্পর্ক ছিল এখনও তা চলছে। যতদিন আমার সঙ্গে ছিলে, ততদিন ব্যাপারটা বোঝাপড়া করে চলতাম। এখনও সেই একই কাণ্ড ঘটে চলেছে। চার বছর ধরে এই ঘটনা নিয়ে আমি ভুগছি। বিয়ের আগে যা করেছিলে তা আমি মেনে নিয়েছিলাম। বারবার বলেছিলাম, এখন আর এসব যেন না হয়!”

ঘটনার মিটমাট সেখানে হয়নি। জল অনেক দূর পর্যন্ত গড়ায়। মহিলা ও তাঁর প্রেমিক এবং স্বামী সকলে মিলেই থানায় যান। কিন্তু তার পরবর্তীতে কী ঘটেছিল, তা জানা যায়নি। TV9 Bangla এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি।