প্লাস্টিকের ফলে ক্রমাগত অবক্ষয় হচ্ছে পরিবেশের। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই উপকরণ যে ঠিক কতটা বিষাক্ত এবং ভয়ঙ্কর তা এখন প্রায় সকলেরই জানা। বিশ্ব জুড়ে প্লাস্টিক বর্জনের জন্য চলছে অসংখ্য আন্দোলন। মানবজাতিকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে। শুধু মানুষ নন, সমগ্র প্রাণীকুলের কাছেই যে প্লাস্টিক এক ভয়াবহ বিষাক্ত পদার্থ তার নমুনা পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক সুবিশাল কেউটে সাপ কিছু একটা গিলে ফেলার পর ছটফট করছে।
মূলত শিকার গিলে খাওয়া অনেক সাপেরই লক্ষণ। এই কেউটে সাপটিও তাই করেছিল। তারপরই এমন হাঁসফাঁস অবস্থা হয় তার। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটির পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর হাতে রয়েছে একটি লাঠি। মাঝে মাঝে সাপটির গায়ে লাঠি বুলিয়ে দিচ্ছেন তিনি। যেন শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু সাপটির ছটফটানি মোটেও কমছে না। বরং স্পষ্ট বোঝা যাচ্ছে, সে যা গিলে ফেলেছে তার জন্যই এমন হাঁসফাঁস অবস্থা। সাধারণত কোনও খাবার গিলে খেলেও নিজের দেহেই তা হজম করার ক্ষমতা রাখে সাপ। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি।
কিছুক্ষণ পর দেখা যায় বমি করে পেটের ভিতর থেকে গিলে ফেলা ওই জিনিসটি বের করে দিয়েছে সাপটি। বোঝা যায় ওটা একটা ঠাণ্ডা পানীয়ের বোতল। আর এই প্লাস্টিকের পানীয়ের বোতল গিলে ফেলার ফলেই এতক্ষণ হাঁসফাঁস করছিল সাপটি। তবে শেষ পর্যন্ত তা উগরে বের করে দেওয়ায় খানিক স্বস্তি পেয়েছে কেউটে সাপটি। সঙ্গে সঙ্গেই লাঠি দিয়ে সাপটিকে ধরে নেন পাশে দাঁড়িয়ে থাকা যুবক। তাঁর দক্ষতা দেখে অনুমান, হয়তো সাপ ধরার কাজ করেন তিনি।
দেখুন সেই ভিডিয়ো
When it comes to #plastic there is nothing called as throwing away. See how single use plastic like bottles effecting the wildlife & other species. Video may disturb you. pic.twitter.com/swnxAjbyCx
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2020
সূত্রের খবর, যে লোকালয়ে এই ঘটনা ঘটেছে, সেখানকার স্থানীয় বাসিন্দারাই ওই যুবককে খবর দিয়েছিলেন। তিনিই এসে সাপটির গায়ে লাঠি বুলিয়ে বুলিয়ে তাকে বোতলটা উগরে বের করতে সাহায্য করেছেন। তারপর উদ্ধার করে নিয়ে গিয়েছিল সুবিশাল কেউটে সাপটিকে। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক (আইএফএস অফিসার) প্রবীণ কাসওয়ান। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, প্লাস্টিকের প্রসঙ্গ এলেই তাকে ছুঁড়ে ফেলা উচিত। বন্যপ্রাণীদের ক্ষেত্রেও এই প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর।
ভাইরাল হওয়া এই ভিডিয়ো প্রসঙ্গে উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিয়ো নতুন করে ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। এই ভিডিয়োর ক্ষেত্রেও তাই-ই হয়েছে। ২০২০ সালে প্রবীণ কাসওয়ান এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছিলেন। তবে বর্তমানে এই ভিডিয়ো নতুন করে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- Viral Video: ওয়ার্ক ফ্রম ওয়েডিং! বিয়ের মণ্ডপে ল্যাপটপ নিয়ে হাজির বর, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral: পোষ্য কুকুরের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ব্রোঞ্জের স্ট্যাচু বসালেন অন্ধ্রপ্রদেশের যুবক
আরও পড়ুন- Viral Video: উটপাখির ডিমের অমলেট! নরওয়ের জঙ্গলে অভিনব রান্না, ভাইরাল ভিডিয়ো