Viral Video: ভেজ কিংবা চিকেন মোমো তো খেয়েছেন, আনারসের মোমো একবার ট্রাই করবেন নাকি!
Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ এই আনারস মোমো দেখে কমেন্টও করেছেন। কেউ রেগে গিয়ে বলেছেন, "ভাইরাল হওয়ার জন্য কি সব খাবার নিয়েই এমন পরীক্ষা করা প্রয়োজন?"
রাস্তা দিয়ে যেতে যেতে মোমোর দোকান দেখে দাঁড়িয়ে গেলেন, আর মেনুতে দেখলেন চিকেন মোমো, ভেজ মোমোর সঙ্গে আনারস মোমোও রয়েছে। দেখে একবার চমকাবেন নিশ্চয়ই। তারপরে করেই ফেললেন এক প্লেট অর্ডার। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পর দোকানদার আপনাকে ফ্রাই মোমো দিল। আর আপনিও এক কামড় দিতেই দেখলেন, ভিতরে তো পুর হিসেবে দেওয়া আছে আনারস। ব্যাপারটা কেমন হবে বলুন তো? আদতেই এমন একটি মোমো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চিকেন মোমো, ভেজ মোমো ছেড়ে বেশ অনেকদিন ধরেই ট্রেন্ডে রয়েছে গন্ধরাজ মোমো। এবার তালিকায় যোগ হল আনারস মোমো। একবার দেখবেন নাকি রেসিপিটা?
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিয়ো অধিকাংশ ব্যবহারকারীদের চমকে দিয়েছে। ইনস্টাগ্রামে যতীন কুমারের পোস্ট করা ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন বিক্রেতা মোমোতে আনারসের পুর ভরছেন। প্রথমে মোমোর বেস বানানো হল। তারপরে আনারসকে পাতলা করে টুকরো করে তার মধ্যে ভোরে দিয়ে মোমোর শেপ দিয়ে দেওয়া হল। এবার তা সেদ্ধ করতে দেওয়া হল। সেদ্ধ হয়ে গেলে তা গরম তেলে ভেজে তুলে নেওয়া হল। ভিডিয়োয় শেষে আপনি দেখতে পাবেন, মোমোটিকে ভাঙতেই তা থেকে আনারস বেরিয়ে এল।
View this post on Instagram
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ এই আনারস মোমো দেখে কমেন্টও করেছেন। কেউ রেগে গিয়ে বলেছেন, “ভাইরাল হওয়ার জন্য কি সব খাবার নিয়েই এমন পরীক্ষা করা প্রয়োজন?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখে মনে হচ্ছে দারুন হবে। নতুন এই রেসিপিটি একবার বাড়িয়ে বানিয়ে দেখতে হবে কেমন হয়।”