AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মগডালে বিড়াল, নীচে নামাতে ৩৫ ফুট উঁচু গাছে উঠল কিশোর, উদ্ধার করতে আসরে দমকল কর্মীরা

Teenager And Cat: বিড়ালকে গাছ থেকে নামাতে ওঠে এক কিশোর। কিন্তু সে নামতে আর পারেনি। শেষে দমকল কর্মীরা এসে উদ্ধার করে কিশোরকে।

Viral Video: মগডালে বিড়াল, নীচে নামাতে ৩৫ ফুট উঁচু গাছে উঠল কিশোর, উদ্ধার করতে আসরে দমকল কর্মীরা
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 11:13 PM
Share

এ যেন সেই মশা মারতে কামান দাগার উপক্রম! গাছের মগডালে উঠে পড়েছিল একটা বিড়াল (Cat)। আর তাকে নামাতে সেই গাছে উঠে পড়ে ১৭ বছরের এক কিশোর (Teenager)। ব্যস! তার পরই সেখানে আটকে যায়, নামতে আর পারে না। শেষমেশ তাকে ওই গাছ থেকে উদ্ধার করতে এল অগ্নিনির্বাপক দল (Firefighters)। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানার একটি পার্কে। ওই কিশোরের নাম ওয়েন। ৪ মার্চ ঘটনাটি ঘটে নর্থ ইন্ডিয়ানাপলিসের হলিডে পার্কে। ইন্ডিয়ানাপলিস ফায়ার ডিপার্টমেন্টের ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে, বিড়ালটিকে গাছ থেকে নামাতে ৩৫ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল ওই কিশোর।

ইন্ডিয়ানাপলিস ফায়ার ডিপার্টমেন্টের তরফে একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে। উদ্ধার অভিযানের সেই ভিডিয়ো দেখা যাচ্ছে, ক্রু সদস্যদের দড়ি দিয়ে ওয়েনকে নামানোর চেষ্টা করছেন। গাছটিকে শক্ত করে ধরে বসে থাকতে দেখা যায় কিশোরকে। ক্রু সদস্যদের মধ্যে একজন কিশোরের কাছে পৌঁছে তার সঙ্গে দড়িটি সংযুক্ত করে। পরে অন্য ক্রু সদস্যদের সহায়তায় তাঁকে মাটিতে নামানো হয়। এদিকে বিড়ালটি গাছের উপর থেকে সব কিছু দেখতে থাকে। আর ভাবতে থাকে, আমাকে কখন নামাবে কে জানে!!

কিছু ব্যবহারকারী ফায়ার ডিপার্টমেন্টের সদস্যদের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিড়ালটিকে উদ্ধার না করার জন্য তাদের সমালোচনা করেছেন। একজন বলছেন, “আমি খুব খুশি যে, আপনারা এই কিশোরকে নিরাপদে উদ্ধার করতে পেরেছেন। আশা করি, বিড়ালটিকেও আপনারা উদ্ধার করেছেন।”

ওয়েন পরে অগ্নিনির্বাপক কর্মীদের বলেছিলেন “তিনি বিড়ালটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনার মধ্যে দিয়ে একটি ভাল কাজ করার চেষ্টা করেছেন।” যদিও ওয়েনের গাছে উঠতে কোনও সমস্যা হয়নি। দমকল বিভাগের তরফে বলা হয়েছে, যতটা সহজে ওই কিশোর গাছে উঠে পড়েছিল, নামতে গিয়ে তার ঠিক ততটাই সমস্যা হয়েছিল।

অগ্নিনির্বাপক কর্মীরা একটি দড়ি ব্যবহার করে ছেলেটিকে এক ঘণ্টার মধ্যে নিরাপদে নামিয়ে আনেন। পরে ওই কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সামান্য কিছু আঘাত তিনি পেয়েছিলেন।

ফায়ার ডিপার্টমেন্ট তাদের ফেসবুক পোস্টে যোগ করেছে, “বিড়ালটি হট্টগোল উপভোগ করছিল বলে মনে হয়েছিল। কিন্তু আক্ষরিক অর্থে গাছ থেকে নামার কোনও চেষ্টা সে করেনি।” তবে এই বিষয়টি জানা যায়নি যে, বিড়ালটিকে ওই এই দমকলকর্মীরা শেষমেশ নীচে নামিয়েছিল কি না। যদিও ফায়ার ডিপার্টমেন্টের ফেসবুক পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, তারা বিড়ালটিকে নামায়নি। আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচিতও হতে হয়েছে তাদের।

আরও পড়ুন: পুষ্পার ‘ঝুকেগা নেহি’ কায়দা দেখিয়ে ভাইরাল এই সদ্যোজাত!

আরও পড়ুন: কটন ক্যান্ডি দিয়ে ম্যাগি! ফের ভাইরাল ম্যাগি তৈরির আজব রেসিপি, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: একই শাড়িতে ঘোমটা মাথায় অনেক মহিলা! মা’কে চিনতে একরত্তির কৌশলে অবাক নেটপাড়া