Viral Video: ট্রেনের নিচে চলে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এল এই কুকুরছানা, অবাক করা ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: যে রেললাইনে (Rail line) সে নেমে খেলা করছিল, সেখানে হঠাই চলে আসে একটি ট্রেন। ট্রেনটি (Train) তার উপর দিয়েই বেরিয়ে গেল। কিন্তু ফাঁকফোকরে সে নিজেকে বাঁচিয়ে রাখল। আকার যদি তার আর একটু বেশি হত, তাহলে হয়তো এই যাত্রায় আর ফেরা হত না কুকুরছানাটির।

Viral Video: ট্রেনের নিচে চলে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এল এই কুকুরছানা, অবাক করা ভিডিয়ো ভাইরাল
মৃত্যুকে কীভাবে এড়াল ছোট্ট কুকুরছানা, দেখুন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 9:49 PM

Latest Viral Video: যখন কেউ আপনার সাহায্য করে না, তখন বোধহয় সাহায্যের হাতটা একমাত্র ঈশ্বরই বাড়িয়ে দেন! এই কথাটা যেন প্রমাণিত হল সদ্য ভাইরাল হওয়া একটি কুকুরের (Dog) ভিডিয়োতে। ছোট্ট, দস্যি কুকুর খেলতে-খেলতে পৌঁছে গিয়ে রেলওয়ে ট্র্যাকে। মৃত্যু যে কী, ধারণা ছিল না তার। বুঝতে পারেনি সে, কীভাবে মৃত্যু যে কোনও সময় নেমে আসতে পারে তার জীবনে। যে রেললাইনে (Rail line) সে নেমে খেলা করছিল, সেখানে হঠাই চলে আসে একটি ট্রেন। ট্রেনটি (Train) তার উপর দিয়েই বেরিয়ে গেল। কিন্তু ফাঁকফোকরে সে নিজেকে বাঁচিয়ে রাখল। আকার যদি তার আর একটু বেশি হত, তাহলে হয়তো এই যাত্রায় আর ফেরা হত না কুকুরছানাটির।

এই ভিডিয়োটি আজকের নয়, অনেকদিন আগের। মৃত্যুর মুখ থেকে কীভাবে একটি কুকুরছানা বেঁচে ফিরেছিল, তা অনেককেরই কপালে চোখ তুলেছিল সে সময়। তবে সম্প্রতি এই ভিডিয়োটি আবার নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। ইনস্টাগ্রামে @ilhanatalay_ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, একটি রেলওয়ে ট্র্যাকের উপরে হেঁটে চলেছেন ছোট্ট কুকুরটি। সে সময়ই রেললাইনে চলে আসে একটি ট্রেন।

প্রায়শই আমরা ভিডিয়োতে দেখে থাকি, রেললাইনের উপর দিতে কোনও পশুকে হাঁটাচলা করে বেড়াতে। কখনও কোনও গরু, কখনও আবার কোনও কুকুর। তাদের প্রাণও হারাতে দেখি আমরা। এমনকি, চোখের সামনেও অনেকেই এই ধরনের ঘটনা চাক্ষুষ করেছেন। কিন্তু অনুপায় অবস্থায় আমাদের আর কিছু করার থাকে না। তবে এখানে কুকুর ছানাটির সঙ্গে যে কাণ্ডটা ঘটেছে, তা সত্যিই নজর ঘোরানের মতোই।

ট্রেনের ট্র্যাকের উপর দিয়ে প্রবল গতিতে দেখা গেল ট্রেনটি আসছে। তার ঠিক সামনেই দৌড়ে যাচ্ছে কুকুরশাবকটি। তারপরই কুকুরটি চলে আসে ট্রেনের নিচে। এই দৃশ্য দেখলে ঠিক এই জায়গায় আপনার মনে হতে পারে কুকুরটি হয়তো আর বেঁচে ফিরবে না। ভয়ে আপনি ঠিক যখনই চোখ বন্ধ করতে যাবেন, তখনই দেখবেন কুকুরটি ট্রেন ও লাইনের একটি ফাঁক দিয়ে বেরিয়ে আসছে এবং সেই সময়ও ট্রেনটি চলছে। ভিডিয়োটা দেখলে সত্যিই আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না।

10 লাখেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। অনেক মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বললেন, ‘এই কুকুরটা সত্যিই ভাগ্যবান!’ আর একজন যোগ করলেন, ‘যাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাঁদের এই ভিডিয়ো দেখা উচিত।’ তৃতীয়জনের বক্তব্য, ‘যার কেউ নেই, তার ঈশ্বর আছেন!’