ফিল্টার কফি (Coffee) পছন্দ করেন অনেকেই। কফিতে যখন গরম ধোঁয়া বেরোতে থাকে, সেই কফি পানের মজাটাই যেন আলাদা। একটু ঘুম ঘুম ভাব এলেই আমরা অনেকে কফি পান করি। আবার সারাদিন অফিসের ক্লান্তি কাটিয়ে যখন বাড়িতে ফিরি, তখন যেন আমাদের পরিশ্রান্তির স্বাদ দেয় এক কাপ কফি। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেই ছবিতে রয়েছে জাস্ট একটা কফি কাপ, যেখানে কফি রয়েছে এবং সেখান থেকে ধোঁয়াও বেরোচ্ছে। কিন্তু এত সাধারণ একটা ছবি নেটাগরিকদের কেন এত ভাবাচ্ছে, তাই একটা বড় প্রশ্নের বিষয়।
i painted filter coffee! ? pic.twitter.com/tmvMLoKVcb
— Varuna (@VforVendakka_) April 21, 2022
ছবিটি খুঁটিয়ে ভাল করে লক্ষ্য করুন তো। মনোযোগ সহকারে একবার ছবিটা দেখুন। ছবিটা যখনই দেখবেন, তখনই মনে হবে তা যেন আপনার চোখের সামনেই রয়েছে। ছবিটা এতটাই অসাধারণ যে মনে হতে পারে, তা থেকে কফি তুলেই পান করা হচ্ছে। এই ছবি দেখে আপনার কী মনে হচ্ছে? আপনি নিশ্চয়ই ভাবছেন, ফটোগ্রাফার খুব প্রাণবন্ত ছবি তুলেছেন। আর এখানেই একটা বড়সড় ভুল আপনি করে ফেললেন।
আসলে আপনি যা দেখছেন, তা ভুল দেখছেন। এই ছবিটি আসলে তোলা নয়। এটি হাতে আঁকা একটি স্কেচ। চেন্নাইয়ের এক শিল্পী ট্যুইটারে এই ছবির ভিডিয়ো শেয়ার করেছেন। ফিল্টার কফির কাপের এই ছবিটি দেখলে আপনার মনে হবে না যে, আপনি একটি স্কেচ দেখছেন। আপনি ভাববেন এটি একটি ক্যামেরা দিয়ে তোলা আসল কফির ছবি।
শিল্পী খুব সুন্দরভাবে স্কেচ করেছেন, যা দেখতে হুবহু আসল ফিল্টার কফির মতো। এই ছবি দেখে সারা বিশ্বের মানুষ বিভ্রান্ত। এই আশ্চর্যজনক স্কেচটি এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। স্কেচ দেখে মানুষজন শিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন। শিল্পী একটি টাইমল্যাপস ভিডিয়োও শেয়ার করেছেন।
আরও পড়ুন: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?
আরও পড়ুন: কী বুঝছেন ছবিটা দেখে? ঠিক উত্তরই আপনার প্রেম-জীবনের হালহকিকত বলে দেবে
আরও পড়ুন: বিয়ের আসরে মদের বোতল হাতে কী করছেন মহিলা? দেখুন ভাইরাল ভিডিয়োয়