Viral Video: হরিণকে চুমু খেয়ে নিল ছোট্ট ছেলেটা, ভিডিয়ো দেখে বিস্মিত নেটপাড়ার লোকজন!

একটি ছোট ছেলেকে দেখা গেল হরিণকে চুম্বনরত অবস্থা, সেই ক্লিপই এখন নেটপাড়ায় খুব ভাইরাল। যা দেখে নেটপাড়াজুড়ে অদ্ভুত এক মুগ্ধতা লক্ষ্য করা গিয়েছে। আবার আড়াআড়ি ভাবে ভাগও করে দিয়েছে নেটিজ়েনদের।

Viral Video: হরিণকে চুমু খেয়ে নিল ছোট্ট ছেলেটা, ভিডিয়ো দেখে বিস্মিত নেটপাড়ার লোকজন!
এই ছবি যেন নেটদুনিয়াকে অবাক করে দিয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 9:07 AM

ইন্টারনেট হল এমন বিষয়বস্তুর আশ্রয়স্থল যা তাৎক্ষণিকভাবে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু করতে পারে। এই ভাইরাল ভিডিয়োটি তারই প্রমাণ। একটি ছোট ছেলেকে দেখা গেল হরিণকে চুম্বনরত অবস্থা, সেই ক্লিপই এখন নেটপাড়ায় খুব ভাইরাল। এটি মূলত জেসি রামিরেজ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। পরে, বি ভাইরাল নামের আর একটি পেজ থেকে পুনরায় শেয়ার করা হয়। এই ভাইরাল ভিডিয়ো দেখে নেটপাড়াজুড়ে অদ্ভুত এক মুগ্ধতা লক্ষ্য করা গিয়েছে। আবার আড়াআড়ি ভাবে ভাগও করে দিয়েছে নেটিজ়েনদের।

একটি সুন্দর ছোট ছেলেকে ওই হরিণকে মিষ্টি চুম্বন দিতে দেখা যায়। সেই ছেলে একটি নির্ভানা টি-শার্ট পরেছিল। হরিণটাকে সে যখন চুম্বন দিতে যায়, তখন তাকে কিছুটা কাঁপতে দেখা যায়। অর্থাৎ প্রথমে প্রাণের বান্ধবের কাছে আসতে খানিক ভয় পেলেও পরে সেই ভয় জয় করে হরিণটাকে আদর করে একরত্তি।

ভিডিয়োটি 3 লাখেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে। নেটিজেনদের মনের গহীন কোণে জায়গা করে নিয়েছে এই ভিডিয়ো। সেই কারণে বহু মানুষ মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখে। যদিও অনেকে আবার হরিণটি কী প্রতিক্রিয়া দেয়, তা নিয়ে ভাবিতও ছিলেন।

একবারে শেষ পর্যন্ত ভিডিয়োটা দেখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে। অনেকেই বলতে থাকেন, ‘এত সুন্দর মিষ্টি বাচ্চাকে ভালবাসার প্রতিদানে হরিণটা কেবল ভালবাসাই বিলিয়ে দিয়েছে।’

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এর চেয়ে মিষ্টি আর কিছু নেই।”