Viral Video: রেললাইনে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় উড়ল যুবক, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

Latest Viral Video: উত্তরপ্রদেশের বারাবাঙ্কি থেকে এমনই এক ঘটনা সামনে এসেছে। জাহাঙ্গিরাবাদের বাসিন্দা ফরমান তার তিন বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছিলেন। মাঝপথে রেলক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে যান এবং ট্র্যাকে একটি রিল করতে চান। তারপরেই ঘটে এই ঘটনা।

Viral Video: রেললাইনে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় উড়ল যুবক, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 4:26 PM

আজকাল রিল বানানো জন্য যে মানুষ আর কত কী করবে সেটাই দেখার। কিছু লাইক আর শেয়ারের জন্য নিজের জীবনকে বিপদে ফেলতেও একবার ভাবে না কিছু মানুষ। ফলে প্রাণও যায়। তেমন অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সচেতন হয় না বহু মানুষ। সারা বিশ্ব থেকে প্রতিদিন ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিডিয়ো দেখা হয়। কিছু লোককে প্রায়শই বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। আবার কিছু মানুষ ভিডিয়ো করার জন্য বিপজ্জনক জায়গা বেছে নেয়।

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি থেকে এমনই এক ঘটনা সামনে এসেছে। জাহাঙ্গিরাবাদের বাসিন্দা ফরমান তার তিন বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছিলেন। মাঝপথে রেলক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে যান এবং ট্র্যাকে একটি রিল করতে চান। তার বন্ধুরাও তার এই কথা মেনে নেয়। ফরমান কিছু না ভেবে সোজা রেললাইনের কাছে গিয়ে দাঁড়ায়। রিল বানানোর নেশায় মগ্ন থাকায় রেল লাইনে ট্রেন আসছিল, তা সে দেখতে পায়নি। ট্রেনে সজোরে ধাক্কা লাগে। আর এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফরমান রেললাইনের দিকে এগোচ্ছে। সে ট্র্যাকের কাছে যেতে শুরু করলেই ট্রেন তাকে ধাক্কা দেয়। তারপরে তিনি ধাক্কায় সামনে চলে আসে এবং ট্রেনের চাকার নিচে চলে যায়। এ ঘটনায় ফরমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শুধু তার পুরো পরিবারই নয় তার বন্ধুরাও গভীরভাবে শোকাহত। তারা বিশ্বাস করতে পারে না যে তারা তাদের বন্ধুকে হারিয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী, ফরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।