AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ভালবাসার দিন প্রেমিকার জন্য আনা ব্র্যান্ড নিউ iPhone হুশ করে উড়ে গেল

Viral Video Today: গার্লফ্রেন্ডের বাড়ির এক্কেবারে সামনে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। হাতে ছিল এক্সপেন্সিভ গিফট। দুর্ভাগ্যবশত, রোম্যান্টিক ডেলিভারিটি তিনি যেভাবে করতে চেয়েছিলেন, সেভাবে আর হয়নি।

Viral Video: ভালবাসার দিন প্রেমিকার জন্য আনা ব্র্যান্ড নিউ iPhone হুশ করে উড়ে গেল
যা ভেবে এসেছিলেন, তা আর হল না।
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 9:03 PM
Share

Latest Viral Video: ভ্যালেন্টাইন সপ্তাহ মানেই তার একটা আলাদা উন্মাদনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রেমিক-প্রেমিকারা প্রতি বছর এই সপ্তাহটা বিশেষ করে প্রেমদিবসটাকে স্মরণীয় করে রাখতে চান। কেউ উপহার দেন, কেউ আবার মনের মানুষটাকে সঙ্গে নিয়ে কোথাও বেড়াতে যান। কিন্তু প্রেমের সপ্তাহটা অনেকেই স্মরণীয় করে রাখতে চান গোলাপ আর চকোলেটের বাইরে গিয়ে, অন্য কোনও উপহারে ভালবাসার মানুষের মন জিতে নিতে চান অনেকেই। তাঁরা খুবই সৃজনশীল ভাবে অল্প উপকরণে উপহারের ডালি সাজান। তেমনই এক ব্যক্তির সন্ধান আমরা পেয়েছি, যিনি প্রেমিকাকে একটু অন্যরকমের উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল তাঁর সেই উপহারের ডালি।

ভ্যালেন্টাইন্স ডে-তে উপহার দিতে গিয়ে যে কখন সব ছক বানচাল হয়ে যেতে পারে তা কারও জানা নেই। উপহারের ডালি সাজিয়ে প্রেমিকার কাছে পৌঁছে দেওয়ার ঠিক আগের মুহূর্তে ওই ব্যক্তির সঙ্গে যা ঘটল, তা সত্যি দুর্যোগের থেকে কোনও অংশে কম নয়। সেই ভিডিয়োই নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে। আর নেটিজ়েনরা তাঁর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

গার্লফ্রেন্ডের বাড়ির এক্কেবারে সামনে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। হাতে ছিল এক্সপেন্সিভ গিফট। দুর্ভাগ্যবশত, রোম্যান্টিক ডেলিভারিটি তিনি যেভাবে করতে চেয়েছিলেন, সেভাবে আর হয়নি। ভিডিয়োতেই দেখা গিয়েছে, তিনি এক হাত হার্ট-শেপড বেলুন নিয়ে হাঁটছিলেন। ছিল গোলাপ ফুলের বোকেও। তবে হিলিয়াম বেলুনগুলি বাঁধা ছিল একটি iPhone-এর সঙ্গে। ব্যক্তি যখন তাঁর গার্লফ্রেন্ডের বাড়ি ঢুকতে যাবেন, তখনই হুশ করে উড়ে যায় বেলুনগুলি। তার সঙ্গেই উড়ে যায় সেই বহুমূল্যের ব্র্যান্ড নিউ আইফোনটি।

সেই বেলুন তারপর উড়তেই থাকে। উড়তে-উড়তে চলে যায় একটি বিল্ডিংয়ের উপরে। ওই বিল্ডিং থেকে মানুষজন এই ব্যক্তির দিকে তাকিয়ে হাসছিলেন। আর ওই ব্যক্তি অর্থাৎ বয়ফ্রেন্ড আকাশপানে চেয়েই থাকেন। তারপর সৌভাগ্যক্রমে ওই বিল্ডিংয়েরই ছাদে এসে পড়ে বেলুনগুলি। বিল্ডিংয়ের মানুষজনও হাসতে থাকেন। বয়ফ্রেন্ডও যেন হাঁফ ছেড়ে বাঁচেন।

ভিডিয়োটি প্রথমে টুইটারে পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে তা ইউটিউবে শেয়ার করা হয়। প্রায় 15 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। মানুষজন নানাবিধ মন্তব্য করে ভিডিয়োর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। একজন বললেন, “ফোনটা উপহার ছিল না। ঘটনার পিছনে যে রোমাঞ্চ লুকিয়ে ছিল, সেটাই আসল উপহার।” কেউ কেউ আবার বয়ফ্রেন্ডকে পরামর্শ দিয়েছেন, গোলাপের বোকেটা বেলুনগুলির দিকে ছুড়ে মারলেই ওগুলি নীচে পড়ে যেত।

জানা গিয়েছে, কাইরাত ঝানায়েভ নামে 26 বছরের এক ব্যক্তি কাজাখস্থানের আলমাতিতে এই ভিডিয়োটি ক্যাপচার করেছেন।