Viral Video: গায়ে উঠে বসে আছে বিষাক্ত সাপ, ঘন জঙ্গলে সাহায্যের কেউ নেই, এই অবস্থায় দেখুন কী করলেন এই ব্যক্তি…

ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যে ব্যক্তি একটি বিষাক্ত সাপের সঙ্গে হঠাৎই মুখোমুখি হয়েছিল। সে জঙ্গলে ভ্রমণে বেরিয়েছিল। ভ্রমণের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। এমন সময় হঠাৎ কোথা থেকে একটি ভয়ঙ্কর সাপ এসে তার গায়ে উঠে যায়।

Viral Video: গায়ে উঠে বসে আছে বিষাক্ত সাপ, ঘন জঙ্গলে সাহায্যের কেউ নেই, এই অবস্থায় দেখুন কী করলেন এই ব্যক্তি...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:26 PM

সাপ এমন একটি প্রাণী যার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে। তার ওপর যদি বিষাক্ত সাপের কথা হয় তবে তো কথাই নেই। এমনই একটি সাপের ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক জঙ্গলের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ হঠাৎ মাটিতে বসে থাকা এক ব্যক্তির গায়ে উঠে যায়। ঘটনায় সেই ব্যক্তির প্রাণ এক কথায় ওষ্ঠাগত। তাঁর গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু সে স্থিরভাবে পুরো সময়টা বসে রয়েছে। অবশেষে তাঁর এই বুদ্ধি কাজ করে।

ভিডিয়োটি দেখুন:

ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যে ব্যক্তি একটি বিষাক্ত সাপের সঙ্গে হঠাৎই মুখোমুখি হয়েছিল। সে জঙ্গলে ভ্রমণে বেরিয়েছিল। ভ্রমণের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। এমন সময় হঠাৎ কোথা থেকে একটি ভয়ঙ্কর সাপ এসে তার গায়ে উঠে যায়। সামনে যদি সাপ থাকে এবং তা বিষধর হয়, তাহলে কারো কী হতে পারে, আন্দাজ করা যায়। কিন্তু, লোকটা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি প্রচণ্ড ভয় পেয়ে থাকলেও সাপটিকে দেখে এক জায়গায় চুপচাপ বসেছিলেন। একটুও নড়ানড়ি করেন নি।

সাধারণত, কেউ কেউ ছুটে পালানোর কথা ভেবে থাকেন। কিন্তু, তিনি তা একেবারেই করেননি। তিনি সাপটিকে অনেকক্ষণ এভাবে থাকতে দেন। তারপর একটি ছোট লাঠি তুলে সাপটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় যেই এই ভিডিয়োটি দেখেছেন, তাঁর বুদ্ধির প্রশংসা করেছেন। অবশেষে সেই ব্যক্তি সফল হন। সাপটি তাঁর শরীর থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। ৫৫ সেকেন্ডের এই ভিডিয়োটি Jamie24272184 নামের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?