Viral Video: আস্ত আস্ত ব্যাঙকে কাবাব বানিয়ে পেটে পুরল যুবতী, কমেন্টের ঝড় সোশ্যাল মিডিয়ায়
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ting_tong80 নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 56 হাজারেরও বেশি ভিউ হয়েছে। অন্যদিকে কয়েকশ মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অদ্ভুত সব ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো এমনও থাকে, যা দেখে আপনার বিরক্তি আসতে বাধ্য। আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই অদ্ভুত খাবার খায়। আর সেই সব ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও ম্যাঙ্গো পিৎজা, কখনও আবার গোলাপ ফুল ভাজা, আরও কত কী। আবার অনেক দেশের মানুষ খাবার হিসেবে পোকামাকড়, ব্যাঙ এমনকি সাপও খায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ব্যাঙের মাংস খেতে দেখা যাচ্ছে এক মহিলাকে। তাও আবার মাংসের মতো কষিয়ে বিভিন্ন সব মশলা দিয়ে, গ্রিল করে খাওয়া হচ্ছে। আর তা দেখে হূঁশ উড়েছে অধিকাংশ নেটিজ়েনের। অনেকে অনেক কটাক্ষও করেছে। তবে ভাইরাল হওয়ার জন্য এমন খাবার খাওয়া হয়েছে কি না, সেই নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যাঙের মাংস রান্না করছেন এক যুবতি। তারপরে তাতে আনেক মশলা আর পেয়াজ পাতা দিয়ে পরিবেশনও করেছেন। শেষে একটি সুপ দিয়ে খেয়ে নিলেন। এমনভাবে আগে কখনও কাউকে ব্যাঙের মাংস রান্না করতে দেখেছেন?
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ting_tong80 নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 56 হাজারেরও বেশি ভিউ হয়েছে। অন্যদিকে কয়েকশ মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এদের পক্ষে কীভাবে এসব খাওয়া সম্ভব?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “সব দেশের খাদ্যাভাস আলাদা আলাদা। আমাদের দেশের সঙ্গে মিল খুঁজতে গেলে হবে না। তবে দেখে একটুও ভাল লাগল না।”