Viral Video: অতিকায় কিং কোবরাকে পেঁচিয়ে ফেলল অজগর, দুই বিশাল প্রাণীর খণ্ডযুদ্ধে জয় হল কার?
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করেতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ বলেছেন, "কিং কোবরা অজগরের শ্বাসরোধে মারা যেতে পারে বা রাজা কোবরার বিষের কারণে অজগরটি মারা যেতে পারে।"
Viral Video Today: সাপের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইারল হয়। কেউ সাপকে ভালবেসে স্নান করায়। আবার কখনও সাপের শিকারের ভিডিয়ো উঠে আসে। কিন্তু এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। দুটি ভয়ঙ্কর সাপ একে অপরকে আক্রমণে ব্যস্ত। তারই একটি ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি অজগর সাপ একটি কিং কোবরা সাপকে শক্তভাবে আঁকড়ে ধরে। কেই কাউকে ছাড়তে নারাজ। এমনকি একে অপরকে এমনভাবে আঁকড়ে ধরেছে, তা দেখে অধিকাংশ নেটিজেন হতবাক।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অজগর ও কিং কোবরার মধ্যে তুমুল লড়াই চলছে। অজগর সাপটি কিং কোবরাকে শক্তভাবে জড়িয়ে আছে। কিং কোবরাও পিছু হাটতে নারাজ, সে অজগরের শরীর মুখে চেপে ধরে আছে। এই ভিডিয়োটি @snake__videos নামের একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া সাইট ‘Instagram’-এ শেয়ার করেছেন। ভিডিয়োতে কিং কোবরার দৈর্ঘ্য দেখে আপনি ভয় পেতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 7 হাজারের বেশি লাইক পেয়েছে। আর সঙ্গে বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন। ভিডিয়োটিতে লাইক, ভিউ এবং শেয়ারের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
View this post on Instagram
ভিডিয়োটি পোস্ট করেতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ বলেছেন, “কিং কোবরা অজগরের শ্বাসরোধে মারা যেতে পারে বা রাজা কোবরার বিষের কারণে অজগরটি মারা যেতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আপনি সাপ দুটির আকার দেখে চমকে গিয়েছি। সাধারণত এমন ভিডিয়ো খুব কমই দেখা যায়।”