AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে প্রবল বেগে স্টান্ট যুবকের, সামনে গাড়ি আসতেই কী হল দেখুন…

Latest Viral Video: এটি বাইক স্টান্টের প্রথম ভিডিয়ো নয়। এমন ভিডিয়ো প্রতিদিনই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভিডিয়োগুলো দেখেও মানুষ সচেতন হয় না।

Viral Video: গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে প্রবল বেগে স্টান্ট যুবকের, সামনে গাড়ি আসতেই কী হল দেখুন...
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 7:45 PM
Share

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বাইক স্টান্টের অনেক ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যেই কিছু ভিডিয়ো দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কিন্তু কিছু ভিডিয়ো এমনও থাকে, যা দেখে শিউরে উঠে ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কিছু বিপজ্জরক স্টান্ট করে, যাতে জীবনের পরোয়াও করে না। ভিডিয়োয় দুই যুবক বাইক চালাচ্ছে, তাও আবার পাহাড়ি এলাকায়। দু’জনের বাইকের পিছনেই একজন করে যুবতি বসে আছে। আর তখনই তাদের সঙ্গে এমন কিছু হয়, যা আপনি ভাবতেও পারবেন না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, দুই বাইক আরোহী তাদের বাইকে গার্লফ্রেন্ডের সঙ্গে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। পিছন থেকে এক ব্যক্তি এসে তাদের ভিডিয়ো করছে। দুই আরোহীর মধ্যে একজন এমন স্পিডে বাইক চালাচ্ছে যে, সে একটা সময় বাইকের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সে ভেবেছিল এই রাস্তাটা বোধহয় খালি। এতে আর কোনও গাড়ি আসার নেই। কিন্তু তেমনটা হল না। বাইকটির সামনে থেকে একটি বড় চাকচাকা গাড়ি এসে পড়তেই সে গাড়িটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। মেয়েটির পরনে হেলমেটও ছিল না। তাই তার মাথাটি গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। সেখানেই শেষ ভিডিয়োটি। ফলে কী হয়েছে, তা জানা যায়নি।

View this post on Instagram

A post shared by mr_rider (@cute_rider_s)

এটি বাইক স্টান্টের প্রথম ভিডিয়ো নয়। এমন ভিডিয়ো প্রতিদিনই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভিডিয়োগুলো দেখেও মানুষ সচেতন হয় না। সোশ্যাল মিডিয়ায় নাম ও জনপ্রিয় হওয়ার জন্য বিপজ্জনক স্টান্ট করে। এমনকি এর জেরে প্রাণও হারায় বহু মানুষ।