Viral Video: কাদায় ঢুকে রয়েছে অর্ধেক শরীর, আনা হল হেলিকপ্টার, ট্রাক্টর; ‘পুনর্জন্ম’ পেল হাতি
Latest Viral Video: ভিডিয়োটি 19 সেপ্টেম্বর টুইটার হ্যান্ডেল @ThebestFigen থেকে মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। এই পোস্টটি এখনও পর্যন্ত প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 22 লাখ ভিউ এবং 75 হাজারের বেশি লাইক পেয়েছে।
Viral Video Today: ইন্টারনেটের যুগে কত কিছুই না ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকলে, সত্যিই মুখে হাসি আসতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে উদ্ধারকারী কাদায় আটকে থাকা দুটি হাতিকে উদ্ধার করল। আর সেই ভিডিয়োটি পুরোটা দেখলে আপনি হতবাক হবেন। হাতি খুব বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী, তা আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। কিন্তু ভিডিয়োটি দু’টি হাতিকে এমন পরিস্থিতিতে দেখে আপনি প্রথমে চমকে যাবেন।
কেনিয়ায় এই ঘটনা ঘটেছে। তৃষ্ণা মেটাতে পুকুরের কাছে জল খেতে যায় দু’টি হাতি। তারপরে জলাভূমিতে আটকে যায়। বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও পারেনি। প্রায় 48 ঘন্টা জীবন এবং মৃত্যুর মধ্যে লড়াই করেছে তারা। তারপরে সেখানের মানুষ দেখতে পায় দু’টি হাতি কাদায় আটকে গিয়েছে। প্রায় প্রাণ হারানোর অবস্থা। শত চেষ্টা করেও তারা নিজেদের সেই অবস্থা থেকে বের করে আনতে পারেনি। সেখানে আসে উদ্ধারকারী দল। আর তারা শুরু করে হাতি দু’টিকে কাদা থেকে বের করে আনার প্রচেষ্টা। কঠোর পরিশ্রমের পর হাতিগুলোকে নিরাপদে বের করে আনা হয়। তারপরে তারা জঙ্গলের দিকে হেঁটে চলে যায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
Humanity 🙏pic.twitter.com/pgCwIWqN3I
— The Best (@ThebestFigen) September 19, 2023
ভিডিয়োটি 19 সেপ্টেম্বর টুইটার হ্যান্ডেল @ThebestFigen থেকে মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। এই পোস্টটি এখনও পর্যন্ত প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 22 লাখ ভিউ এবং 75 হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়াও অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়। কেউ বলেছেন, “এই ধরনের ভিডিয়োগুলি সত্যিই দিন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।”