জলে ভেসে বেড়াচ্ছে মাছ। ভাবছেন এতে নতুন কী ঘটনা আছে? নেই। কিন্তু, যদি বলা হয় যে আপনি যে টেবিলে বসে খাবার খাবেন, তার ঠিক নীচেই মাছেই ঘোরাফেরা করবে? এটা একেবারে নতুন। আর এতটাই নতুন ঘটনা যে কেউ ঠিক জানতেও পারছে না জায়গাটা ঠিক কোথায়। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। দেখা যাচ্ছে জলের নীচে ঘুরে চলেছে মাছ আর ওপরে ভাসমান রেস্তোরাঁ।
ভিডিয়োটি দেখুন:
ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে রেস্তোরাঁর ফ্লোরে মাছ ঘোরাফেরা করছে। যদিও, এরকম অদ্ভুত রেস্তোরাঁ কেন কেউ তৈরি করবে, এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কারণ ক্যাফের কোনও বিশেষ অংশে নয়, সব জায়গাতেই জলে থইথই করছে। সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে। আর তার ওপরেই কিছুটা দূরে দূরে টেবল-চেয়ার রাখা হয়েছে। এমন ভিডিয়ো সচরাচর দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
ক্যাফেটি কোথায় আছে সেটি স্পষ্ট নয় ভিডিয়োতে। তবে নেটিজেনরা অনেকেই বিরুপ মন্তব্য করেছেন। কারও কারও মতে এই জলের মধ্যে খাবার পড়লে মাছগুলির জন্য মোটেই ভাল হবে না। আর সবাই পা ডুবিয়ে এখানে খেতে বসতে নাও চাইতে পারেন। পুরো ব্যাপারটাই খুব অস্বস্তিকর বলে মনে করেছেন অনেকে। একজন ইউজার কমেন্ট করেছেন, ‘কেউ খেতে আসবে না এখানে। ক্যাফের টেবিলগুলি ফাঁকাই থাকবে।’
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?