প্রি-ওয়েডিং, পোস্ট ওয়েডিং আর বিলাসবহুল ওয়েডিং ফটোগ্রাফি এখন ট্রেন্ডিং। বিয়ের দিন মেকআপ আর্টিস্টের কাছে সাজা, ফটোগ্রাফার দিয়ে নানা কায়দা করে ছবি তোলা এখন অনেকেই করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিভিন্ন ‘ক্যান্ডিড মোমেন্ট’-এর ছবি-ভিডিয়ো। তবে এবার নেট দুনিয়ায় বিয়েবাড়ির এমন এক মুহূর্ত ভাইরাল হয়েছে, যা দেখে হাসির রোল উঠেছে নেটিজ়েনদের মধ্যে।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়েবাড়ির স্টেজের উপর ক্যামেরা হাতে বর-কনের ছবি তুলছেন এক ফটোগ্রাফার। দু’জনের একসঙ্গে ছবি তোলার পর পালা ছিল কনের সলো ফটোশুটের। আর তখনই হয়েছে বিপত্তি। কনের মুখের অ্যাঙ্গেল ঠিক করার জন্য তাঁর মুখে হাত দিয়ে একবার সেট করে দেন ফটোগ্রাফার। আর তার জেরেই বেজায় বিরক্ত হয়ে ক্ষেপে ওঠেন বর। পিছন থেকে এসে সটান ফটোগ্রাফারের মাথায় এক চাঁটি মারেন তিনি।
I just love this Bride ?????? pic.twitter.com/UE1qRbx4tv
— Renuka Mohan (@Ease2Ease) February 5, 2021
এর পরেই হয় আসল মজা। বরের এমন কীর্তি দেখে হেসে গড়িয়ে পড়েছেন পাত্রী। হাসির দমকে চেয়ারে বসার বদলে সোজা মাটিতে বসে পড়েছেন তিনি। হাসি যেন থামতেই চায় না তাঁর। টুইটারে এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কনের হাসি দেখে হেসে গড়াচ্ছেন নেটাগরিকরাও। এর মধ্যেই ১৬ হাজারের বেশি রিটুইট হয়েছে এই ভিডিয়ো। ৯ লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত দেখেছেন এই ভিডিয়ো। রেণুকা মোহন নামের এক মহিলা টুইটারে শেয়ার করেছেন এই ভিডিয়ো। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুরো ব্যাপারটাই পূর্ব-পরিকল্পিত নাকি একদমই ঘটনাচক্রে হওয়া তা তিনি জানেন না।