AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: পরীক্ষা দিতে যাওয়ার নাম করে ভাইয়ের সঙ্গে ঘুরছেন, স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে উচিত শিক্ষা দিলেন স্বামী

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, এক ব্যক্তি তাঁর বন্ধুর বাইকে চেপে বাইরে বেরিয়েছেন। হঠাৎই তিনি দাঁড়িয়ে পড়লেন আর একটি বাইকের সামনে। সেই বাইকটিতে বসেছিলেন এক পুরুষ এবং একজন মহিলা। ওই মহিলার কাছে গিয়ে এই ব্যক্তি হঠাৎই বলে উঠলেন, "আপনার মুখোশটি সরান। বাইকে চড়ে এই সব কাজ করে বেড়াচ্ছেন?"

Viral Video: পরীক্ষা দিতে যাওয়ার নাম করে ভাইয়ের সঙ্গে ঘুরছেন, স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে উচিত শিক্ষা দিলেন স্বামী
স্ত্রীকে নিজের ভাইয়ের সঙ্গে দেখে যেন বাজ পড়ল ব্যক্তির মাথায়!
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 7:42 PM
Share

Latest Viral Video: বিশ্বাসঘাতকতা একটা সম্পর্ক ভেঙে দেয়, ভেঙে চুরমার করে একটা পরিবারকে। পরকীয়া এতটাই বিষাক্ত যে, তার রোষানলে ভুক্তভোগী কখনও তাঁর রাগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হিংসাত্মক প্রতিক্রিয়া পর্যন্ত দেখাতে পারে। বারবার এমন ঘটনার খবর আমরা শুনেছি। বেশ কিছু ভিডিয়োও আমাদের নজরে এসেছে। ফের সেরকমই একটা ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষা দেবেন বলে স্ত্রী বাইরে বেরিয়েছিলেন। বাড়ি ফিরতে দেরি করায় স্বামী তাঁর স্ত্রীর সন্ধানে বেরিয়েই দেখতে পান, তিনি অন্য পুরুষের বাইকের পিছনে ঘুরছেন।

ভিডিয়োতে দেখা গেল, এক ব্যক্তি তাঁর বন্ধুর বাইকে চেপে বাইরে বেরিয়েছেন। হঠাৎই তিনি দাঁড়িয়ে পড়লেন আর একটি বাইকের সামনে। সেই বাইকটিতে বসেছিলেন এক পুরুষ এবং একজন মহিলা। ওই মহিলার কাছে গিয়ে এই ব্যক্তি হঠাৎই বলে উঠলেন, “আপনার মুখোশটি সরান। বাইকে চড়ে এই সব কাজ করে বেড়াচ্ছেন?” তিনি আরও যোগ করে বলতে থাকেন, “তুমি তো পরীক্ষা দিতে গিয়েছিলে? তাহলে এখানে কী করছ? এখানেই পরীক্ষা চলছে নাকি?”

মহিলা তখন উত্তর দিয়ে বলেন, “আমার বাইক সারানো হচ্ছে বলেই এখানে দাঁড়িয়ে আছি।” এই কথা শোনা মাত্রই ওই লোকটি মহিলাকে আঘাত করেন এবং রেগে গিয়ে বলতে থাকেন, “তোমার কি লজ্জা বলে কিছু আছে? আমাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? এরকমটা যে করবে, আমাকে একবারও জানিয়েছিলে?”

কথোপকথন যখন আরও এগোল, তখন জানা গেল যে ব্যক্তির বাইকে মহিলা বসেছিলেন তিনি আসলে তাঁর দেওর। তিনি তাঁর ভাইকে জিজ্ঞেস করলেন, ‘কেন তাঁকে পরীক্ষা হলে নামিয়ে দাওনি?’ সেখানে থাকা শ্য়ালক ও শ্য়ালিকাকেও দেখতে পান তিনি। তবে লোকটির স্ত্রী সব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দেন। এদিকে লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন এবং শেষমেশ হাতেনাতে ধরেই ফেললেন।

TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি।