Viral Video: সিগারেট খেতে শাড়ি পরেই এঁদো গলিতে মহিলা, বরকে স্কুটারে অপেক্ষা করিয়েই দিলেন সুখটান!

Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, শাড়ি পরিহিত (Woman In Saree) এক মহিলা ধূমপান (Cigarette Smoking) করছেন। স্বামীর সঙ্গে স্কুটারে করে কেনাকাটি করতে বেরিয়েছিলেন। স্বামী-স্ত্রী যে ভাবে ধূমপান করছিলেন, তা অনেককেই অবাক করেছে।

Viral Video: সিগারেট খেতে শাড়ি পরেই এঁদো গলিতে মহিলা, বরকে স্কুটারে অপেক্ষা করিয়েই দিলেন সুখটান!
সিগারেট খেতে শেষে এঁদো গলিতে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 3:28 PM

Latest Viral Video: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একথা বহু দিন ধরেই ডাক্তাররা বলে আসছেন, লেখা থাকে সিগারেট, এমনকি বিড়ির প্যাকেটেও। কিন্তু তারপরেও আর কতজন সেকথা কর্ণপাত করেন? একটা বিষয় খেয়াল করবেন, যাঁরা সিগারেটের প্রতি আসক্ত, তাঁরা তাগিদ অনুভব করলে যে কোনও মুহূর্তে, যে কোনও জায়গায় খেতে শুরু করে দেন। তা সে রাজপথ হোক বা এঁদো গলি, কেয়ার করেন না ধূমপায়ীরা। তেমনই একটি কাণ্ড নিয়ে নেটপাড়ার জোর চর্চা শুরু হয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, শাড়ি পরিহিত (Woman In Saree) এক মহিলা ধূমপান (Cigarette Smoking) করছেন। স্বামীর সঙ্গে স্কুটারে করে কেনাকাটি করতে বেরিয়েছিলেন। রাস্তায় হুট করেই সিগারেট খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে একটা গলির মধ্যে ঢুকে পড়ে সুখটান দিয়ে গেলেন! তারপর তা ধরিয়ে দিলেন স্বামীর হাতে।

টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @ajaychauhan41 নামের একটি প্রোফাইল থেকে। সেই ভিডিয়ো নেটিজ়েনদের যেমন এন্টারটেইন করছে, তেমনই আবার বিস্ময়করও করে তুলেছে। ভিডিয়োতে ওই দম্পতিকে ধূমপান করতে দেখা গিয়েছে। সোশ্যাল নাগরিকরা অনুমান করছেন, তাঁরা স্বামী-স্ত্রী। উভয়ের জন্যই সিগারেট খাওয়া বিপজ্জনক। তবুও তারা সিগারেট খেয়ে চলেছেন কাউকে তোয়াক্কা না করেই। তবে মানুষজন বেশি অবাক হয়েছেন, মহিলার শাড়ি পরে ধূমপান করার বিষয়ে। যদিও কেউ আবার বলেছেন, ‘কেন? শাড়ি পরে ধূমপান করতে নেই?’

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “যখন পুরোপুরি 36টা গুণই লক্ষ্য করা যায়, তখনই এমন একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়।” ভিডিয়োটি দেখা বোঝা গিয়েছে, একটি বাড়ির বারান্দা থেকে তা ক্যামেরাবন্দি করা হয়েছে। দেখা গেল, গলির মধ্যে একটি রাস্তায় স্কুটারে কোট প্যান্ট পরে বসে রয়েছেন বর। আর তাঁর স্ত্রী শাড়ি পরে সিগারেটে সুখটান দিচ্ছেন। তিনি অবশ্য স্কুটার থেকে নেমে গিয়েই সিগারেট খাচ্ছেন। মহিলা কিছুক্ষণ সিগারেটটি খাওয়ার পর তা ধরিয়ে দিলেন তাঁর স্বামীর হাতে। ওই মহিলার পরনে ছিল সিল্কের শাড়ি, তাঁর স্বামী শুট প্যান্ট পরেছিলেন। আর তা দেখে অনেকেই অনুমান করছেন, স্বামী-স্ত্রী কোনও পার্টি বা অনুষ্ঠানে যাবেন। সিগারেট খাওয়ার পরেই তাঁরা উপরে একবার ওই ব্যালকনির দিকে একবার তাকালেন। তাঁদের যে ফ্রেমবন্দি করা হচ্ছিল, তা তাঁরা ধরতে পারেননি।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। গত 3 এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 124.1K। লোকজন মজাদার কিছু মন্তব্য করেছেন। ভিডিয়োর ক্যাপশনের প্রত্যুত্তরে একজন লিখলেন, “36টি গুণ ছাড়ুন ভাই, 36টি গুণই খুব খারাপ হতে পারে।” আর একজন যোগ করলেন, “মিঞা-বিবির জয় হোক।”