AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বয়সে বড় মহিলাকে প্রেমের প্রস্তাব, চপ্পলের বাড়ি খেতেই আন্টি সম্বোধন ‘সন্তানসম’-র

Viral Video Today: এক কলেজ পড়ুয়াকে দেখা গিয়েছে তার থেকে বেশি বয়সের মহিলাকে প্রোপোজ় করে বসতে। আর তার জন্য রাস্তার মাঝেই শুরু হয়ে গেল হাই-ভোল্টেজ ড্রামা। ভিডিয়োটা দেখুন একবার।

Viral Video: বয়সে বড় মহিলাকে প্রেমের প্রস্তাব, চপ্পলের বাড়ি খেতেই আন্টি সম্বোধন 'সন্তানসম'-র
হাই ভোল্টেজ ড্রামা দেখল রাজপথ।
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 9:20 PM
Share

Latest Viral Video: প্রেমের সপ্তাহটা শুরু হয়ে গিয়েছে। আর সেই বিশেষ দিনটার অপেক্ষা আর মাত্র একদিনের। কিন্তু প্রেমের যে কোনও দিন হয় না, থাকে না কোনও প্রতিবন্ধকতা। বয়স, জাত, ধর্ম, লিঙ্গ, নির্বিশেষে প্রেম যে বড়ই কেয়ারলেস! শুধু তাই নয়। প্রেম পেলে তার প্রকাশ করাটাও এ দেশে অপরাধ নয়। কিন্তু হ্যাঁ, তার জন্য পরিণতিটা বিবেচনা করে রাখা উচিত। আপনি ভাবতেই পারেন, প্রেম প্রকাশ করলে কোনও দোষ নেই। কিন্তু যাঁর কাছে তা প্রকাশ করবেন, তাঁর কাছ থেকে কী পাবেন, তা আপনি কেন স্বয়ং ঈশ্বরেরও বোধহয় জানা নেই।

সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক কলেজ পড়ুয়াকে দেখা গিয়েছে তার থেকে বেশি বয়সের মহিলাকে প্রোপোজ় করে বসতে। আর তার জন্য রাস্তার মাঝেই শুরু হয়ে গেল হাই-ভোল্টেজ ড্রামা। ভিডিয়োতে দেখা গেল, রাস্তার মাঝে এক মহিলা তারস্বরে চিৎকার করছেন। বহু মানুষ চিৎকার করে চলেছেন সেখানে। তারপরই জানা গেল, কারও প্রেম তাঁর কাছে উত্ত্যক্ত হিসেবে ধরা দিয়েছে। তার কারণ কি শুধুই বয়সের ফারাক?

চিৎকার করতে-করতেই মহিলা বললেন, “নোংরা কথাবার্তা বলছে আমাকে, যা আমি উচ্চারণ পর্যন্ত করতে পারব না। ওর হয়স কত আর আমার কত বয়স। ও আমার ছেলের বয়সী হয়ে এই সব নোংরা কথা বলছে আমাকে।” ছেলেটির উদ্দেশ্যে মহিলা প্রশ্ন ছুড়ে বললেন, “লজ্জা লাগে না তোমার?”

আর তার উত্তরে ছেলেটি বললেন, “আপনিও তো আমাকে আঙ্কেল জি, আঙ্কেল জি বলছেন। আমাকে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা লাগে না? আপনার কথাগুলোও তো এই লোকজনের সামনে বলতে পারছি না।” এদিকে ছেলেটি যখন মহিলাটিকে ‘আন্টি’ বলে ডাকতে শুরু করে, তাতে বিপদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মহিলা আরও ক্ষপ্ত হয়ে বলে ওঠেন, “এখন আমি আন্টি হয়ে গেলাম!” তারপরই ঘটনাস্থলে এক বৃদ্ধ এসে ছেলেটিকে সপাটে একটি চড় মারেন। তারপর ওই মহিলাও কিছুটা সাহস পেয়ে চপ্পল তুলে তাকে মারতে থাকে।

টুইটারে ঘর কে কলেশ নামক এক ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছে। প্রায় 2 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে।