Viral Video: চলন্ত ট্রেনে WWE ফাইটিং, ফোন ক্যামেরা অন করে মজা লুটলেন যাত্রীরা!

Latest Viral Video: ভিডিয়োটি এক্স-এ Rasslin নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে লাইক আর প্রচুর মানুষ শেয়ারও করেছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Viral Video: চলন্ত ট্রেনে WWE ফাইটিং, ফোন ক্যামেরা অন করে মজা লুটলেন যাত্রীরা!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 5:57 PM

আজকাল সোশ্যাল মিডিয়ায় বুলেট ট্রেনের ভিডিয়ো নিয়ে আলোচনা তুঙ্গে। এবার আপনার মনে হতে পারে, সেটা কী? সোশ্যাল মিডিয়ার এই ভিডিয়োয় ট্রেনের ভিতরে WWE স্টাইলে মারামারি দেখা গিয়েছে। টোকিও-ভিত্তিক ডিডিটি প্রো-রেসলিং এই ইভেন্টটি আয়োজিত করেছিল। ইভেন্টটিতে 75 জন যাত্রী ছিল। ভর্তি একটি ট্রেনের বগিতে এমন ফাইটিং হয়েছে। রেসলার মিনোরু সুজুকি এবং সানশিরো তাকাগির মধ্যে এই ফাইটটি হয়েছে। এর টিকিট মাত্র 30 মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। আর তারপর থেকেই এই ইভেন্টটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিখ্যাত রেসলার শিনকানসেন বুলেট ট্রেনে রয়েছেন। ট্রেনটি টোকিও থেকে নাগোয়া পর্যন্ত চলছিল। সেই সময় সুজুকি এবং টাকাগি একটি চলন্ত ট্রেনে ফাইট করতে শুরু করে। অনেক যাত্রী তাদের স্মার্টফোনে ঘটনাটি রেকর্ড করা থেকে নিজেকে আটকাতে পারেনি, যার কারণে ম্যাচের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এমনকি রেসলারদের পিছনে একজন ক্যামেরাম্যানকে পুরোটা ভিডিয়ো করতেও দেখা যাচ্ছে। দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, এই ম্যাচটি চলে আধা ঘণ্টা। তবে 34 সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি এক্স-এ Rasslin নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে লাইক আর প্রচুর মানুষ শেয়ারও করেছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এই ইভেন্টটি দারুন হয়েছে। এই মুহূর্তে ভিডিয়োটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে।”