মধুবনী নদীতে উল্টো হয়ে ভাসছিল যুবকের দেহ, গভীর ক্ষত মাথায়
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সকালে, কাজে যাওয়ার সময়, গয়েরকাটা চা-বাগানের মণিপুর লাইনে মধুবনী নদীতে ওই যুবকের দেহ ভাসতে দেখা যায়। মৃতের মাথায় গভীর ক্ষত আছে।
জলপাইগুড়ি: সকালে কাজে যোগ দিতে গিয়ে এমন দৃশ্য দেখবেন তা ভাবেননি গয়েরকাটার চা-শ্রমিকরা। মধুবনী নদীতে (Madhubani river) আচমকাই ভেসে উঠল এক অজ্ঞাত পরিচয় যুবকের (Unknown) মৃতদেহ। উল্টো হয়ে ভেসে থাকা সেই মৃতদেহ দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সকালে, কাজে যাওয়ার সময়, গয়েরকাটা চা-বাগানের মণিপুর লাইনে মধুবনী নদীতে ওই যুবকের দেহ (dead body) ভাসতে দেখা যায়। মৃতের মাথায় গভীর ক্ষত আছে। মৃতদেহটি দেখেই বানারহাট থানায় খবর দেন তাঁরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবককে এখনও শনাক্ত করা যায়নি। মৃতের আনুমানিক বয়স ৩৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবককে খুন (Murder) করে তারপরেই নদীতে এনে ফেলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্বাচনের জেরে কোনও রাজনৈতিক সংঘর্ষের জেরে মৃত্যু হতে পারে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে বানারহাট থানার পুলিশ।
আরও পড়ুন: গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ’, প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য