Shantanu on Adhir: মমতাবালার মিছিলে হাঁটবেন অধীর, ‘একই বৃন্তে তিনটি ফুল সিপিএম-কংগ্রেস-তৃণমূল’, কটাক্ষ শান্তনুর
Matua Politics: ফের একবার নির্বাচন কমিশনে যেতে চলেছে মতুয়ারা। মতুয়াদের নিয়ে কলকাতায় সিইও দফতরে বিক্ষোভের ঘোষণা মমতাবালার। তৃণমূল সাংসদের সেই উদ্যোগে সামিল হতে চান অধীর। নিজেই বলেছেন সে কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “১ ডিসেম্বর মতুয়াদের ওই পদযাত্রাদে আমি থাকছি। কারণ তারা আমাকে বলেছে।”

বনগাঁ: এসআইআর চালু হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন মতুয়াদের বড় অংশ। বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বসেছেন অনশনেও। সেখানেই যেতে দেখা গিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে গিয়ে একযোগে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। খানিক কটাক্ষের সুরেই ওইদিন বলেছিলেন, “দরিদ্র মানুষ এতদিন ধরে অনশন করছেন অথচ তৃণমূল বা বিজেপির কেউ সমবেদনা জানাতে আসছে না।” সেই অধীরই এবার হাঁটবেন মমতাবালার মিছিলে।
ফের একবার নির্বাচন কমিশনে যেতে চলেছে মতুয়ারা। মতুয়াদের নিয়ে কলকাতায় সিইও দফতরে বিক্ষোভের ঘোষণা মমতাবালার। তৃণমূল সাংসদের সেই উদ্যোগে সামিল হতে চান অধীর। নিজেই বলেছেন সে কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “১ ডিসেম্বর মতুয়াদের ওই পদযাত্রাদে আমি থাকছি। কারণ তারা আমাকে বলেছে। আমরা কমিশনে যাব কারণ মতুয়া সমাদের মানুষদের প্রতি সুবিচার করা হচ্ছে না। তৃণমূল তাঁদের ভোটে জেতে, বিজেপি তাঁদের ভোটে জেতে। অথচ তাঁদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। তাই আমি ওদের সঙ্গে ওই প্রতিযাত্রায় যাওয়ার জন্য মনস্থির করেছি।”
এদিকে ভোটের আর মেরে কেটে কয়েক মাস বাকি। তার আগে মতুয়া মঞ্চে বারবার অধীর আগমণ যে রাজনীতির কারবারিদের আগ্রহ বাড়িয়েছে তা বলাই বাহুল্য। নেপথ্যে কী পুরোদমে কাজ করছে কংগ্রেসের নতুন সমীকরণ? তা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। যদিও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কিন্তু খোঁচা দিতে ছাড়ছেন না। কটাক্ষের সুরে তিনি বলছেন, “আসলে তো একই বৃন্তে তিনটি ফুল সিপিএম-কংগ্রেস-তৃণমূল। এরা যে তলে তলে জোট করছে সেটা সম্পূর্ণভাবেই প্রকাশ পাচ্ছে।”
