Alipurduar: চা বাগানের নালার মধ্যে উপুড় হয়ে পড়েছিল দেহ, চিতাবাঘের রহস্যমৃত্যু
Alipurduar: অন্যান্য দিনের মতো রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। বাগানে যাওয়ার পথে নালার মধ্যে কিছু একটা উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা।কাছে গিয়ে দেখেন, সেটি একটি চিতাবাঘ। তবে তার শরীরে কোনও সাড় ছিল না।

আলিপুরদুয়ার: চা-বাগানের নালা থেকে মৃত চিতাবাঘ উদ্ধার। ঘটনায় দারুণ ভাবে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার আলিপুরদুয়ারের পাটকাপাড়া চা-বাগানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। বাগানে যাওয়ার পথে নালার মধ্যে কিছু একটা উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা।কাছে গিয়ে দেখেন, সেটি একটি চিতাবাঘ। তবে তার শরীরে কোনও সাড় ছিল না।
এরপর বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বাগান কর্তৃপক্ষ বক্সা টাইগার রিজার্ভের নিমতি রেঞ্জের বনকর্মীদের খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান নিমতি রেঞ্জের বনকর্মীরা। এরপর সেই মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর পিছনে চোরাশিকারিরা রয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখছে বনদফতর।
বনদফতর সূত্রে জানাগিয়েছে মৃত চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ছিল। ময়নাতদন্তের পর গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে।

