Arrested Two: বাংলাদেশ থেকে গোপন পথে আলিপুরদুয়ারে, বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
Alipurduar: ভারতীয় পরিচয়ে ইউরোপে কাজের সন্ধানে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল দুই বাংলাদেশী যুবকের। আর সে কারণে চেষ্টা করছিলেন ভারত থেকে পাসপোর্ট বানানোর। পড়শি রাজ্য ত্রিপুরা হয়ে প্রায় দু’ আড়াই মাস আগে ভারতে ঢোকেন। পুলিশি জেরায় তাঁরা জানিয়েছেন, এজেন্ট মারফত আসেন এ দেশে।
আলিপুরদুয়ার: ত্রিপুরা হয়ে বাংলায় ঢুকেছিলেন দুই বাংলাদেশি যুবক। বেশ কয়েকদিন ধরেই থাকছিলেন ফালাকাটার বিভিন্ন জায়গায়। লক্ষ্য ছিল, এখান থেকে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে যাওয়া। কিন্তু তার আগেই ধরে ফেলে কুমারগ্রাম থানার পুলিশ। আপাতত তাঁদের ঠিকানা হয়েছে পুলিশের হেফাজত।
ভারতীয় পরিচয়ে ইউরোপে কাজের সন্ধানে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল দুই বাংলাদেশী যুবকের। আর সে কারণে চেষ্টা করছিলেন ভারত থেকে পাসপোর্ট বানানোর। পড়শি রাজ্য ত্রিপুরা হয়ে প্রায় দু’ আড়াই মাস আগে ভারতে ঢোকেন। পুলিশি জেরায় তাঁরা জানিয়েছেন, এজেন্ট মারফত আসেন এ দেশে। সেই এজেন্টেরই সব ব্যবস্থা করিয়ে দেওয়ার কথা ছিল।
অভিযোগ, ওই এজেন্ট তাঁদের নকল আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি করে দেন মোটা টাকার বিনিময়ে। এরপর শুরু হয় পাসপোর্ট বানানোর প্রক্রিয়া। জেরায় পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি ওই এজেন্ট দুই বাংলাদেশি যুবককে বলেছিলেন, অনলাইনে তাঁদের পাসপোর্টের আবেদনও করা হয়েছে। এর জন্য বুধবার কুমারগ্রামের দলদলিতে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল। সেই মতো তাঁরা যান বলে অভিযোগ।
কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, “দলদলিতে ২ জন সন্দেহভাজন ঘোরাফেরা করছে বলে জানতে পারি। এরপরই পুলিশ পাঠাই। দুই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওরা যে পরিচয় দিয়েছে, সেখানে জানিয়েছে ওরা বাংলাদেশের বাসিন্দা। একজন কিশোরগঞ্জ, একজন ময়মনসিংহের। তারা কোনও একটা এজেন্টের পাল্লায় পড়ে ত্রিপুরা সীমানা দিয়ে আসে। ফালাকাটায় থাকছিল। ফেক ডকুমেন্ট দেখিয়ে পাসপোর্ট বানিয়ে ইউরোপে পাড়ি দেওয়া লক্ষ্য ছিল। আমরা কেস করেছি। কোর্টে তুলে তাদের হেফাজতে চাওয়া হয়েছে। আমরা এজেন্ট অবধি পৌঁছনোর চেষ্টা করছি।”