Alipurduar: নাকা চেকিংয়ের সময় চক্ষু-চড়কগাছ, পুলিশের হাতে যা এল…
Alipurduar: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সফিকুল ইসলাম। তিনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা। নাকা চেকিং চলাকালীন আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালাতেই তার থেকে উদ্ধার হয় প্রায় ৩০৮ গ্রাম ব্রাউন সুগার।

আলিপুরদুয়ার: রোজের মতো চলছিল নাকা চেকিং। সেই নাকা চেকিংয়ের সময়ই ভয়ঙ্কর ঘটনা। পুলিশের হাতে যা লাগল তাতে চমকে ওঠার মতো ঘটনা। ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হাসিমারার ঘটনা। এর আগেও এই এলাকা থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সফিকুল ইসলাম। তিনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা। নাকা চেকিং চলাকালীন আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালাতেই তার থেকে উদ্ধার হয় প্রায় ৩০৮ গ্রাম ব্রাউন সুগার। তৎক্ষণাত অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে বলেও অনুমান পুলিশের।
ইতিমধ্যেই পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই গ্যাং-এর সঙ্গে আর ও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে আলিপুরদুয়ার-২ নং ব্লকের মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ব্রাউন সুগার সমেত দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ গ্রাম ওজনের ব্রাউন সুগারের প্যাকেট , নগদ টাকা ও ওজন মাপার একটি যন্ত্র। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ।

