Alipuduar: সামনে পঞ্চায়েত ভোট! মাটি শক্ত করতে এখন থেকেই প্রস্তুতি শাসকদলের
আলিপুরদুয়ার: সামনেই আসছে পুজো। বাঙালির মহা উৎসব। প্রতিবছরের মতো এই বছরেও চা শ্রমিকদের দেওয়া হবে বোনাস। কিন্তু এখানেও সমস্যা। চা শ্রমিকদের নির্ঝামেলায় বোনাস দেওয়ার কৃতিত্ব কার সেই নিয়ে শুরু হয়েছে তরজা। গত ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস নির্ধারিত হয়। নজিরবিহীনভাবে এই প্রথম এক বৈঠকেই একমত হয় […]

আলিপুরদুয়ার: সামনেই আসছে পুজো। বাঙালির মহা উৎসব। প্রতিবছরের মতো এই বছরেও চা শ্রমিকদের দেওয়া হবে বোনাস। কিন্তু এখানেও সমস্যা। চা শ্রমিকদের নির্ঝামেলায় বোনাস দেওয়ার কৃতিত্ব কার সেই নিয়ে শুরু হয়েছে তরজা।
গত ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস নির্ধারিত হয়। নজিরবিহীনভাবে এই প্রথম এক বৈঠকেই একমত হয় সব পক্ষই। আর এই কৃতিত্ব নিতেই ডুয়ার্সে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির দড়ি টানাটানি। পাশাপাশি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে বাগানে-বাগানে, বুথে-বুথে প্রচার শুরু করলো শাসকদল । এদিকে, বিজেপির বক্তব্য এই সমস্ত কিছু করার একটাই লক্ষ। সামনেই পঞ্চায়েত ভোট।
উল্লেখ্য, প্রতিবছর বোনাস নিয়ে একাধিক বৈঠকে ও শ্রমিক ইউনিয়নের দাবি না মানায় শুরু হতো শ্রমিক অসন্তোষ। ফলে, গেট মিটিং, বিক্ষোভের ফলে বহু বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। বন্ধ হয়ে যায় বাগান। এটাই ছিল ডুয়ার্সের রুটিন চিত্র। কিন্তু, এবার রাজ্য সরকারের শ্রমদপ্তরের মধ্যস্ততায়, মালিক কর্তৃপক্ষ এবং প্রায় ৩৭-টি সংগঠনের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে যেন নতুন ইতিহাস সৃষ্টি হলো এই কোভিড পরিস্থিতে।
স্থির হয় ২০% হারে বোনাস দেওয়া হবে শুধুমাত্র রুগ্ন বাগান ব্যাতিত। ফলে খুশির হাওয়া চা বলয়ে। বেশ কিছু বাগানে শুরুও হয়ে গিয়েছে বোনাস দেওয়ার কাজ। আবার কয়েকটি বাগানে বোনাস দেওয়ার কাজও শেষ হয়ে গিয়েছে। ফলে লকডাউন পরিস্থিতিতে চা-শিল্প নির্ভর উত্তরবঙ্গের অর্থনৈতিক হাল অনেকটাই অক্সিজেন ফিরে পাবে বলে আশা ব্যাবসায়িক মহলেরও।
অপরদিকে,এই পরিস্থিতির ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা, বিধানসভা ভোটে চা বলয়ে একের পর এক হার স্বীকার করতে হয়েছে তাদের।আলিপুরদুয়ারে লোকসভা বিজেপির দখলে। বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার ৫ টি আসনই দখল করে বিজেপি। তাই এখানে কিছুটা ব্যাকফুটে শাসকদল। কিন্তু হাল ছাড়তে নারাজ তারা।
চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের শ্রমদপ্তরের মধ্যস্ততায় যে এই প্রথম এক বৈঠকে বোনাসের সিদ্ধান্তে সহমত হওয়া গিয়েছে সেই কথার উল্লেখ করে প্রচারে নেমেছে তৃণমূল। পাশপাশি শ্রমিকদের মজুরিবৃদ্ধি, এবং চা-সুন্দরির মতো শ্রমিকদের উন্নয়নমূলক ভাবনা নিয়েও প্রচার চালাচ্ছে তারা। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে পিছু পা হয়নি বিজেপি।
বোনাসের কৃতিত্ব নিয়ে শাসকদল ময়দানে নেমেছে।পায়ের নীচে মাটি সরে যাওয়া আটকাতে এবার শাসকদল বোনাসের কৃতিত্ব প্রচারে আনছে। স্বাভাবিক ভাবেই চা বলয়ে এখন এ নিয়ে শাসক দলের সঙ্গে চলছে দড়ি টানাটানি।
আরও পড়ুন: Ritabrata Banerjee: লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন
