Anubrata Mondal News: ‘পাইলসে পুঁজ, মলদ্বার ফুলে উঠেছে’, কষ্টে আছেন কেষ্ট

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Aug 09, 2022 | 8:32 PM

শ্বাসকষ্ট। মানসিক ক্লান্তি। পাইলস। ফিসচুলা। পুরনো সমস্যাগুলোই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন কি তবে অপারেশন করতে হবে? বোলপুর জেলা হাসপাতালের চিকিৎসকের উদ্বেগ বাণী, রোগী অপারেশন করার মতো অবস্থায় নেই।

বোলপুর: বুধবার ১১টায় নিজাম প্যালেসে হাজিরা, ইমেলে সমন পাঠিয়েছে সিবিআই। তার ঠিক ২৪ ঘণ্টা আগে যন্ত্রণায় কাতর কেষ্ট। পুঁজ জমে ফুলে উঠেছে পাইলস। তার ওপর আবার শ্বাসকষ্ট। মানসিকভাবেও নাকি ভেঙে পড়েছেন ষাটোর্ধ্ব তৃণমূল জেলা সভাপতি। মঙ্গলবার বোলপুরে নিজের বাড়িতে অনুব্রত মণ্ডলকে দেখতে এসে এমনই উদ্বেগের কথা জানালেন জেলা হাসপাতালের চিকিৎসক।

সোমবার গরুপাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রবিবার কলকাতার উদ্দেশে রওনা হলেও সোমবার তিনি হাজিরা দেননি। শহরে এসে এসএসকেএমে চেকআপ করিয়েই ফিরে গিয়েছেন। রাজ্যের সেরা (সরকারি দাবি অনুযায়ী) সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে জানানো হয়, অনুব্রত মণ্ডল ‘সুস্থ’। মানসিকভাবেও স্থিতিশীল। ভর্তির কোনও প্রয়োজন নেই। চিকিৎসকের ‘শংসাপত্র’ নিয়ে বাড়ি ফিরে গোটা একটা রাত কাটাতে না কাটাতেই ফের ‘অসুস্থ’ অনুব্রত মণ্ডল। তাঁকে দেখতে দফায় দফায় বাড়িতে এলেন জেলা হাসপাতালের চিকিৎসক। সূত্রের খবর ৫ চিকিৎসকের মধ্যে একজন ছিলেন কার্ডিওলজিস্টও।

শ্বাসকষ্ট। মানসিক ক্লান্তি। পাইলস। ফিসচুলা। পুরনো সমস্যাগুলোই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন কি তবে অপারেশন করতে হবে? বোলপুর জেলা হাসপাতালের চিকিৎসকের উদ্বেগ বাণী, রোগী অপারেশন করার মতো অবস্থায় নেই। অধ্যাপক চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার ৩ কিংবা ৪টে ফিসচুলার অপারেশন করলেও একটি বাকি ছিল। সেই একটিতে হঠাৎ ‘ইনফেকশন’ দেখা দিয়েছে। নিরাময়ের জন্য অনুব্রত মণ্ডলকে সিটজ় বাথের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঙ্গে খেতে বলেছেন ডুফাল্যাক সিরাপও।