Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Advocates Join TMC: এবার আর রাজনৈতিক নেতা নন, ফুল বদলে এক ঝাঁক আইনজীবী যোগ দিলেন তৃণমূলে!

Bankura: আজ বাঁকুড়া জেলা আদালতের ২২ জন আইনজীবী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে।

Advocates Join TMC: এবার আর রাজনৈতিক নেতা নন, ফুল বদলে এক ঝাঁক আইনজীবী যোগ দিলেন তৃণমূলে!
২২ জন আইনজীবী যোগ দিলেন তৃণমূলে (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 8:11 PM

বাঁকুড়া: পুর নির্বাচনের আগে ফের বড় ভাঙন জেলায়। বিজেপি ছেড়ে ২২ জন আইনজীবী যোগ দিলেন তৃণমূল। এত সংগঠনের ক্ষতি মানছেন বিজেপির আইনজীবী সেল। চার পুর নিগমে সবুজ ঝড়ের প্রভাব এবার পড়ল বাঁকুড়া জেলা আদালতে। সেখানে বিজেপির আইনজীবী সংগঠনে প্রায় ২২ জন আইনজীবী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এই দল বদলে বিজেপির আইনজীবী সংগঠন দুর্বল হল বলেই মত  গেরুয়া সংগঠনের।

ইতিহাস বলছে

গত লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়া জেলা আদালতের আইনজীবীদের একটা অংশ ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের পরেও বিজেপির সেই সংগঠন ধরে রাখতে সমর্থ হয়েছিল গেরুয়া শিবির। তবে এবার আর আটকানো গেল না। রাজ্যে ১০৮ টি পুরসভা নির্বাচনের আগে সেই সংগঠনে ধস নামল।

আজ বাঁকুড়া জেলা আদালতের ২২ জন আইনজীবী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন ওই ২২ জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী। দল-বদল করা আইনজীবীদের দাবি রাজ্যে উন্নয়নের শরিক হতেই এই দল বদলের সিদ্ধান্ত। বিজেপির আইনজীবী সংগঠনের নেতৃত্বের দাবি হতাশার কারণেই দলবদল করছেন আইনজীবীদের ওই অংশ। এর প্রভাব পুর নির্বাচনে পড়বে বলে আশঙ্কা বিজেপির আইনজীবী সংগঠনের।

দল বদল করা আইনজীবী অসীম পাত্র বলেন, “কিছু কারণে আমি অরূপ চক্রবর্তীর হাত ধরে পুনরায় ফিরলাম তৃণমূলে। আজকে আমি প্রায় বাইশ জন আইনজীবীকে তৃণমূলে যোগদান করালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতেই আমি তাদের যোগদান করালাম।” তৃণমূল নেত্রী অলকা সেন মজুমদার বলেন, “সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, উনি যেভাবে বাংলার মানুষের পাশে আছেন সেকথা বুঝেই এই আইনজীবীরা দলে যোগ দিলে।” গোটা বিষেয়ে বিজেপির আইনজীবী সংগঠনের নেতা সোমনাথ রায় চৌধুরী জানান, “এই সময়ে ঝড় উঠছে। সেই ঝড়ে অনেকেই উড়ে যাচ্ছে। ওরা ভাবছে তৃণমূলে গিয়ে সুবিধা হবে। তবে বিজেপিরও দলের প্রতি নজর রাখার দরকার আছে। কারণ যেভাবে সংগঠন এগোতে চাইছে সেভাবে হচ্ছে না।”

আরও পড়ুন: Municipal election 2022: নির্দল ‘কাঁটায়’ চরম অস্বস্তিতে শাসক শিবির, দলের রাশ হাতে রাখতে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের

আরও পড়ুন: Jalpaiguri Municipal Election: নর্দমায় ভাসছে মমতার ছবি দেওয়া ফ্লেক্স, কে করল? তুলকালাম জলপাইগুড়ি