TMC vs BJP: ইভিএমে ‘ছল’, ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ তুলে কমিশনে যাচ্ছে বিজেপি

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

May 12, 2024 | 12:26 PM

TMC vs BJP: মনোনয়ন পর্ব মিটতেই বাঁকুড়া লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নাম রয়েছে তালিকার ৪ নম্বরে।

TMC vs BJP: ইভিএমে ‘ছল’, ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ তুলে কমিশনে যাচ্ছে বিজেপি
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

বাঁকুড়া: মানুষকে ভুল বুঝিয়ে এক নম্বর বোতামে মানুষকে ভোট দেওয়ানোর চেষ্টার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে,  নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। অভিযোগ, ভোটারদের ভুল বুঝিয়ে ইভিএম পরীক্ষার নামে নিজের পক্ষে ভোট দেওয়ানোর চেষ্টা করছেন বাঁকুড়ার তৃনমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। এমনই গুরুতর অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে পদ্ম শিবির। রবিবার সাতসকালে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। 

মনোনয়ন পর্ব মিটতেই বাঁকুড়া লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নাম রয়েছে তালিকার ৪ নম্বরে। এই তালিকার ক্রম অনুযায়ী ইভিএমে বোতাম থাকে। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচনে নিজের হার নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভোট দেওয়ার আগে ইভিএমে এক নম্বর বোতাম টিপে ইভিএম সক্রিয় রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দিচ্ছেন তিনি। 

সুভাষ সরকারের দাবি, মানুষ স্বেচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু, এভাবে মানুষকে ভুল বোঝানোর অর্থ নির্বাচনী বিধিভঙ্গ। অবিলম্বে বিষয়টি কমিশনের নজরে আনার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে মানুষকে এমন ভুল বোঝানোর কথা অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। তাঁর দাবি, সুভাষ সরকার যেখানে খুশি অভিযোগ জানাতেই পারেন। 

Next Article